টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে ১২ সেপ্টেম্বর। কিন্তু এখনো খোলেনি টঙ্গীর ‘ঝরে পড়া শিশু স্কুল’। গাজীপুরের টঙ্গীর এ স্কুলটি দখলের অভিযোগ উঠেছে। টঙ্গীর খরতৈল শরিফ মার্কেট এলাকার ফেরদৌসী বেগম নামের এক নারী নিজেকে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক দাবি করে থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে দখলের অভিযোগ করার বিষয়টি সাংবাদিকদের জানান তিনি।
সরেজমিনে দেখা যায়, গার্মেন্টস শ্রমিকদের উন্নয়নে প্রায় ২০ বছর আগে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনকে একটি বিদেশি সংস্থা ১ কোটি টাকা অনুদান দেয়। অনুদানের ৩৫ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় সংগঠনটি ৩৩ শতাংশ জমি কেনে। পরে ২০০৮ সালে ওই জমিতে সংগঠনটি ‘ঝরে পড়া শিশু স্কুল’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে তখন ছিলেন ফেরদৌসী বেগম।
২০২০ সালে করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ওই সংগঠনের টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বেগম ও সাধারণ সম্পাদক হাসেম স্কুলটি জবর দখল করে নেন বলে অভিযোগ উঠেছে। স্কুলটির মূল গেটে দোকান তুলে তা ভাড়াও দিয়েছেন তাঁরা। এ সময়ে প্রতিষ্ঠানটিতে আসেননি কোনো শিক্ষক। স্কুলটির পাঠদান বন্ধ থাকায় ১২৩ জন শিক্ষার্থীর পড়াশোনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, স্কুলটি দখলের ঘটনায় স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়েছে। সব স্কুল খুলে দিলেও আমাদের বাচ্চারা এখনো স্কুলে আসতে পারছে না।
স্কুলের প্রতিষ্ঠাতা ফেরদৌসী বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকদের ও আমার আর্থিক সহায়তায় স্কুলটি পরিচালনা হতো। স্কুল খোলার আগেই তাসলিমা, সোলেমান খান ও হাসেম স্কুলটির জায়গা দখল করে দোকান ভাড়া দিয়েছেন। শ্রেণি কক্ষে থাকা বেঞ্চ ও অফিস কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে আসবাবপত্র ভাঙচুর করেছে দখলকারীরা। আমাকেও স্কুলে প্রবেশ করতে দিচ্ছে না।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার সালিসের আয়োজন করা হয়। কিন্তু কোনো সমাধান হয়নি।
এদিকে ফেরদৌসী বেগমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন তাসলিমা বেগম। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ বলেন, ‘ঘটনাটি শুনেছি। উভয় পক্ষ থেকে থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বেগম। তিনি বলেন, ‘ফেরদৌসী বেগম আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমরাও থানায় মামলা করেছি। ফেরদৌসী বেগমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সম্পত্তিতে গড়ে ওঠা স্কুল পরিচালনার দায়িত্ব এখন আমাদের। আমরা স্কুল দখল করিনি। উল্টো ফেরদৌসী বেগম স্কুলটিতে থাকা ছয়টি সেলাই মেশিন চুরি করেছেন।’
এ বিষয়ে টঙ্গী থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস বলেন, ‘দখলের বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জেনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেব।’
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে ১২ সেপ্টেম্বর। কিন্তু এখনো খোলেনি টঙ্গীর ‘ঝরে পড়া শিশু স্কুল’। গাজীপুরের টঙ্গীর এ স্কুলটি দখলের অভিযোগ উঠেছে। টঙ্গীর খরতৈল শরিফ মার্কেট এলাকার ফেরদৌসী বেগম নামের এক নারী নিজেকে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক দাবি করে থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে দখলের অভিযোগ করার বিষয়টি সাংবাদিকদের জানান তিনি।
সরেজমিনে দেখা যায়, গার্মেন্টস শ্রমিকদের উন্নয়নে প্রায় ২০ বছর আগে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনকে একটি বিদেশি সংস্থা ১ কোটি টাকা অনুদান দেয়। অনুদানের ৩৫ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় সংগঠনটি ৩৩ শতাংশ জমি কেনে। পরে ২০০৮ সালে ওই জমিতে সংগঠনটি ‘ঝরে পড়া শিশু স্কুল’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে তখন ছিলেন ফেরদৌসী বেগম।
২০২০ সালে করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ওই সংগঠনের টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বেগম ও সাধারণ সম্পাদক হাসেম স্কুলটি জবর দখল করে নেন বলে অভিযোগ উঠেছে। স্কুলটির মূল গেটে দোকান তুলে তা ভাড়াও দিয়েছেন তাঁরা। এ সময়ে প্রতিষ্ঠানটিতে আসেননি কোনো শিক্ষক। স্কুলটির পাঠদান বন্ধ থাকায় ১২৩ জন শিক্ষার্থীর পড়াশোনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, স্কুলটি দখলের ঘটনায় স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়েছে। সব স্কুল খুলে দিলেও আমাদের বাচ্চারা এখনো স্কুলে আসতে পারছে না।
স্কুলের প্রতিষ্ঠাতা ফেরদৌসী বেগম বলেন, গার্মেন্টস শ্রমিকদের ও আমার আর্থিক সহায়তায় স্কুলটি পরিচালনা হতো। স্কুল খোলার আগেই তাসলিমা, সোলেমান খান ও হাসেম স্কুলটির জায়গা দখল করে দোকান ভাড়া দিয়েছেন। শ্রেণি কক্ষে থাকা বেঞ্চ ও অফিস কক্ষে থাকা প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে আসবাবপত্র ভাঙচুর করেছে দখলকারীরা। আমাকেও স্কুলে প্রবেশ করতে দিচ্ছে না।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার সালিসের আয়োজন করা হয়। কিন্তু কোনো সমাধান হয়নি।
এদিকে ফেরদৌসী বেগমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন তাসলিমা বেগম। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ বলেন, ‘ঘটনাটি শুনেছি। উভয় পক্ষ থেকে থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির টঙ্গী পশ্চিম থানা আঞ্চলিক সভাপতি তাসলিমা বেগম। তিনি বলেন, ‘ফেরদৌসী বেগম আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আমরাও থানায় মামলা করেছি। ফেরদৌসী বেগমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সম্পত্তিতে গড়ে ওঠা স্কুল পরিচালনার দায়িত্ব এখন আমাদের। আমরা স্কুল দখল করিনি। উল্টো ফেরদৌসী বেগম স্কুলটিতে থাকা ছয়টি সেলাই মেশিন চুরি করেছেন।’
এ বিষয়ে টঙ্গী থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস বলেন, ‘দখলের বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জেনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫