Ajker Patrika

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০২: ৫৪
বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা হয়েছে। আজ রোববার গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। 

পরে আদালত মামলাটি আমলে নিয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানাকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 

মামলার বাদী মো. আতিক মাহমুদ গাজীপুর মহানগরীর নলজানি এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। এ ছাড়া তিনি আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান। 

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জাহাঙ্গীর আলম গত ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কটূক্তি করেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বক্তব্যের একপর্যায়ে আসামি বলেছেন, বঙ্গবন্ধু তাঁর নিজের স্বার্থ হাসিল করার জন্য প্রত্যেক জেলায় ৪৫ হাজার করে মোট ত্রিশ লাখ লোক হত্যা করান। তার ঘৃণ্য মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 

এতে বাংলাদেশ ও বাঙালি জাতির সম্মান ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এ জন্য বাদী সম্মানহানি হিসেবে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। 

এ বিষয়ে মামলার বাদী মো. আতিক মাহমুদ বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের ঘৃণ্য বক্তব্য মেনে নিতে পারিনি। তাই ক্ষুব্ধ হয়ে মামলা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত