Ajker Patrika

দ্বিতীয়বারের মতো গাজীপুর সিটি মেয়রের দায়িত্ব নিলেন কিরণ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮: ৫২
দ্বিতীয়বারের মতো গাজীপুর সিটি মেয়রের দায়িত্ব নিলেন কিরণ

দ্বিতীয়বারের মতো গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন আসাদুর রহমান কিরণ।  আজ রোববার আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহা্ঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের তিন দিনের মাথায় মেয়রের দায়িত্ব নিলেন কিরণ। মেয়রের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ উপলক্ষে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নতুন ভারপ্রাপ্ত মেয়র নগর ভবনে এসে পৌঁছালে তাঁকে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বাগত জানান। পরে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে সম্মেলন কক্ষের দেয়াল থেকে বিদায়ী মেয়র জাহাঙ্গীর আলমের ছবি নামিয়ে ফেলা হয়। পরে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দিন মিয়া, ২ নম্বর প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্লা, ৩ নম্বর প্যানেল মেয়র আয়েশা আক্তার, কাউন্সিলরগণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের তিন সদস্যের প্যানেল মেয়র ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তিনজন প্যানেল মেয়রের নাম ঘোষণা দেওয়া হয়। এরা হলেন- সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের মোছা. আয়েশা আক্তার। একই দিন এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে নানা দুর্নীতি ও অনিয়মের কারণে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। একই প্রজ্ঞাপনে প্রথম প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণের কাছে মেয়রের দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। প্যানেল মেয়র হিসেবে এটি আসাদুর রহমান কিরণের দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ। এর আগেও ২০১৩ সালে গাজীপুর সিটি নির্বাচনে প্রথম নির্বাচিত মেয়র বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান ২০১৫ সালে সাময়িক বরখাস্ত হলে আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন।

দ্বিতীয়বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের পর আসাদুর রহমান কিরণ বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবক হিসেবে কাজ করছি। তিনি বলেন, আমার প্রথম কাজ হবে, সড়ক নির্মাণের নামে ক্ষতিপূরণ না দিয়ে যে সব মানুষের ঘরবাড়ি ভাঙা হয়েছে, জমি দখল করা হয়েছে, তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা। মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুর মহানগরীর উন্নয়নে প্রায় ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যে অর্থ যথাযথভাবে ব্যবহার করে নগরীর সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে দিকে বিশেষ নজর রাখা হবে। সকল কাজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত