গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় আজ বুধবার সন্ধ্যায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ৩৪ জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে কয়েকজন হলেন—নাদিম (২২), নিরব (১০), মিরাজ (১৮), তারেক রহমান (১৮), মোন্নাফ (১৭), সোলায়মান (৯), লালন (২৩), নয়ন (৮), শিল্পী (৩০), আরিফুল ইসলাম (২১), সুমন (২৬), মাইদুল ইসলাম (২৭), সফুরা (৯), রাব্বি (১৪), উর্মিতা (২২), সাদিয়া খাতুন (১৮), জহিরুল (২৯), আরিফ (৪০), রতনা বেগম (৪০), তাইয়েবা (৩), মুনসুর আলী (৩০), নূর নবী (৩), রহিমা (৩), কবির (৩০), খাদিজা (৪৫), তাওহীদ (৭), সোলেমান (৪০), মশিউর (২২) এবং লাদেন (২২)।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে দগ্ধ ৩৪ জনের একটি তালিকা দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। তিনি স্থানীয়দের উদ্ধৃত করে বলেন ২৫-৩০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে টিনশেড ঘর করে ভাড়া দিয়েছেন। এর একটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন সফিকুল ইসলাম।
আজ সন্ধ্যায় তাঁর ঘরের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতর চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। তখনো গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৯ জন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেসব হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, টিনশেড ঘরের ভেতর গ্যাস সিলিন্ডারের সঙ্গে চুলার সংযোগ দেওয়ার সময় চাবি ভেঙে গিয়ে গ্যাস ছড়িয়ে পড়ার পর ঘরের মালিক নিজে বাঁচার জন্য সিলিন্ডার ঘরের বাইরে ফেলে দেন। পরে সিলিন্ডারের গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে পাশের ঘরের চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে আশপাশের লোকজন অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় আজ বুধবার সন্ধ্যায় সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ৩৪ জন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে কয়েকজন হলেন—নাদিম (২২), নিরব (১০), মিরাজ (১৮), তারেক রহমান (১৮), মোন্নাফ (১৭), সোলায়মান (৯), লালন (২৩), নয়ন (৮), শিল্পী (৩০), আরিফুল ইসলাম (২১), সুমন (২৬), মাইদুল ইসলাম (২৭), সফুরা (৯), রাব্বি (১৪), উর্মিতা (২২), সাদিয়া খাতুন (১৮), জহিরুল (২৯), আরিফ (৪০), রতনা বেগম (৪০), তাইয়েবা (৩), মুনসুর আলী (৩০), নূর নবী (৩), রহিমা (৩), কবির (৩০), খাদিজা (৪৫), তাওহীদ (৭), সোলেমান (৪০), মশিউর (২২) এবং লাদেন (২২)।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে দগ্ধ ৩৪ জনের একটি তালিকা দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। তিনি স্থানীয়দের উদ্ধৃত করে বলেন ২৫-৩০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে সূত্রপাত হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে টিনশেড ঘর করে ভাড়া দিয়েছেন। এর একটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন সফিকুল ইসলাম।
আজ সন্ধ্যায় তাঁর ঘরের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতর চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। তখনো গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৯ জন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা আগুন নিভিয়ে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেসব হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, টিনশেড ঘরের ভেতর গ্যাস সিলিন্ডারের সঙ্গে চুলার সংযোগ দেওয়ার সময় চাবি ভেঙে গিয়ে গ্যাস ছড়িয়ে পড়ার পর ঘরের মালিক নিজে বাঁচার জন্য সিলিন্ডার ঘরের বাইরে ফেলে দেন। পরে সিলিন্ডারের গ্যাস আশপাশে ছড়িয়ে পড়লে পাশের ঘরের চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এতে আশপাশের লোকজন অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে