টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার একটি কাশবন থেকে শিশু আব্দুর রহমান মুছার (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত চার দিন ধরে নিখোঁজ থাকার পর আজ বুধবার দুপুর ১টার দিকে তার মরদেহ পাওয়া যায়। ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ডুয়াটি গ্রামের মহিউদ্দিনের ছেলে মুছা। সে টঙ্গীর গোপালপুর এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। ওই এলাকার হলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মুছা।
পরিবারের বারত দিয়ে পুলিশ জানায়, প্রায় ষোল বছর আগে পারিবারিক ভাবেই বিয়ে হয় মহিউদ্দিন ও শরিফুন নেছার। পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। পারিবারিক টানাপোড়েন মহিউদ্দিন প্রবাসে পাড়ি জমান। প্রায় নয় বছরের পর মহিউদ্দিন দেশে ফিরে প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করেন ফরিদপুর জেলার ভাঙা থানার বাউনকান্দা গ্রামের সুমনা আক্তারকে। কয়েক মাসপর দ্বিতীয় স্ত্রী সুমনা মহিউদ্দিনের প্রথম স্ত্রী ও সন্তানের তথ্য জেনে যায়। এতে কলহে জড়ান তাঁরা।
১ সেপ্টেম্বর প্রথম স্ত্রী শরিফুন নেছা ও ছেলে মুছাকে নিয়ে ফের টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস শুরু করেন মহিউদ্দিন। এর মধ্যে গত শনিবার বিকেলে ছেলে মুছাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান বাবা মহিউদ্দিন। কিছুক্ষণ পর রাজধানীর তুরাগ এলাকার একটি কাশবনে নিয়ে যায় শিশুটিকে। পরে সেখানে তাকে গলাটিপে হত্যা করে কাশবনের ভেতরে লাশটি ফেলে বাসায় চলে আসেন তিনি। বাসায় ফিরে মুছা হারিয়ে গেছে বলে সবাইকে জানিয়ে দেয়। এর একপর্যায়ে মহিউদ্দিন ওই বাসা ছেলে চলে আসেন।
ছেলের সন্ধান চেয়ে গত শনিবার টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুছার মা। এরপর থেকেই পুলিশ শিশুটির সন্ধানে নামে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাবা মহিউদ্দিনকে ফরিদপুর থেকে আটক করে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে গলাটিপে হত্যার পর কাশবনে ফেলে দেওয়ার তথ্য জানায়। ঘটনার পাঁচ দিন পর আজ মহিউদ্দিনের দেওয়া তথ্যে রাজধানী তুরাগের একটি কাশবন থেকে মুছার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মুছার মা শরিফুন নেছা বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আমরা কলহ চলছিল। আমার স্বামী সৌদি আরবে গিয়েছিলেন। ফিরে এসে দ্বিতীয় বিয়ে করেন। আমি আমার ছেলেকে নিয়ে টঙ্গীতে বাস করছিলাম। সেই সঙ্গে একটি পোশাক কারখানায় কাজ করি। গত শনিবার ছেলেকে নিয়ে ঘুরতে যান তিনি। ফিরে এসে মুছা হারিয়ে গেছে বলে জানান। পরে ছেলের সন্ধান না করে রাতেই ফরিদপুর চলে যান। পরে থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ আমার স্বামীকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার থানায় মামলা করেছি।’
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মহিউদ্দিনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার একটি কাশবন থেকে শিশু আব্দুর রহমান মুছার (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত চার দিন ধরে নিখোঁজ থাকার পর আজ বুধবার দুপুর ১টার দিকে তার মরদেহ পাওয়া যায়। ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুর জেলার শিবচর থানার দত্তপাড়া ডুয়াটি গ্রামের মহিউদ্দিনের ছেলে মুছা। সে টঙ্গীর গোপালপুর এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। ওই এলাকার হলি ক্রিসেন্ট হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মুছা।
পরিবারের বারত দিয়ে পুলিশ জানায়, প্রায় ষোল বছর আগে পারিবারিক ভাবেই বিয়ে হয় মহিউদ্দিন ও শরিফুন নেছার। পরে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়। পারিবারিক টানাপোড়েন মহিউদ্দিন প্রবাসে পাড়ি জমান। প্রায় নয় বছরের পর মহিউদ্দিন দেশে ফিরে প্রথম বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করেন ফরিদপুর জেলার ভাঙা থানার বাউনকান্দা গ্রামের সুমনা আক্তারকে। কয়েক মাসপর দ্বিতীয় স্ত্রী সুমনা মহিউদ্দিনের প্রথম স্ত্রী ও সন্তানের তথ্য জেনে যায়। এতে কলহে জড়ান তাঁরা।
১ সেপ্টেম্বর প্রথম স্ত্রী শরিফুন নেছা ও ছেলে মুছাকে নিয়ে ফের টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস শুরু করেন মহিউদ্দিন। এর মধ্যে গত শনিবার বিকেলে ছেলে মুছাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান বাবা মহিউদ্দিন। কিছুক্ষণ পর রাজধানীর তুরাগ এলাকার একটি কাশবনে নিয়ে যায় শিশুটিকে। পরে সেখানে তাকে গলাটিপে হত্যা করে কাশবনের ভেতরে লাশটি ফেলে বাসায় চলে আসেন তিনি। বাসায় ফিরে মুছা হারিয়ে গেছে বলে সবাইকে জানিয়ে দেয়। এর একপর্যায়ে মহিউদ্দিন ওই বাসা ছেলে চলে আসেন।
ছেলের সন্ধান চেয়ে গত শনিবার টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুছার মা। এরপর থেকেই পুলিশ শিশুটির সন্ধানে নামে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাবা মহিউদ্দিনকে ফরিদপুর থেকে আটক করে। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে গলাটিপে হত্যার পর কাশবনে ফেলে দেওয়ার তথ্য জানায়। ঘটনার পাঁচ দিন পর আজ মহিউদ্দিনের দেওয়া তথ্যে রাজধানী তুরাগের একটি কাশবন থেকে মুছার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মুছার মা শরিফুন নেছা বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আমরা কলহ চলছিল। আমার স্বামী সৌদি আরবে গিয়েছিলেন। ফিরে এসে দ্বিতীয় বিয়ে করেন। আমি আমার ছেলেকে নিয়ে টঙ্গীতে বাস করছিলাম। সেই সঙ্গে একটি পোশাক কারখানায় কাজ করি। গত শনিবার ছেলেকে নিয়ে ঘুরতে যান তিনি। ফিরে এসে মুছা হারিয়ে গেছে বলে জানান। পরে ছেলের সন্ধান না করে রাতেই ফরিদপুর চলে যান। পরে থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ আমার স্বামীকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার থানায় মামলা করেছি।’
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মহিউদ্দিনকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫