নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। যাদের মধ্যে কোনো ধৈর্য নেই। আগে সমাজে কোনো আপত্তিকর ঘটনা ঘটলে প্রতিহত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ত। কিন্তু আজকাল এসব ঘটনা দেখা যায় না। সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে।’
আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জনসম্মুখে কোনো ঘটনা ঘটলেও কেউ প্রতিহত করতে সামনে আসে না। সরকারি বাহিনীর লোক তো সব সময় কাছে থাকে না। হয়তো তারা পরে এসে উপস্থিত হয়। গাজীপুরে যে ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা ঘটুক সমাজে, এটা কেউ চিন্তাও করতে পারে না। কিন্তু ঘটনাটা ঘটে গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।
‘তবে যার জীবনটা চলে গেছে, তাকে আর ফেরত পাওয়া যাবে না। এ জন্য আমরা সবাই যদি সচেতন হই, যদি একটু ধৈর্য ধরি, তাহলে কিন্তু এসব ঘটনা ঘটবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের প্রায় সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। তারা যেন শাস্তি পায়, সেই ব্যবস্থা করব।’
উপদেষ্টা বলেন, ‘পাবলিক চার্টারে যে আইন আছে, সেখানে জনগণের প্রতিকার করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের পাবলিক চার্টার আইনটা ধীরে ধীরে আমরা ভুলে যাচ্ছি। এ জন্য আপনারা যদি একটু জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেন, তাহলে ভালো হতো। অনেক সময় দেখা যায়, বিভিন্ন যোগাযোগমাধ্যমে আগের ভিডিও ছেড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এটা করলে নাকি ইউটিউবে পয়সা পাওয়া যায়। এ জন্য অনেকে এসব করে। শেরপুরে যে ঘটনাটা হয়েছে, সেটা কিন্তু রিসেন্ট ঘটনা। এখানে আমাদের সমাজের অবক্ষয় বোঝা যায়। যেখানে নানিকে মেরে ফেলছে, সেখানে নাতি ভিডিও করার জন্য বসে আছে। সে পয়সা রোজগারের জন্য ভিডিও করছে।’
তিনি বলেন, ‘নিউমার্কেটে অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলো কি আগস্টের অস্ত্র? এগুলো হচ্ছে দেশীয় অস্ত্র। এগুলোর প্রতি সবারই সচেতন হতে হবে, যারা এগুলো বানাচ্ছে তাদের একটু সচেতন হতে হবে। যারা বানাচ্ছে, আমরা কিন্তু তাদেরও আইনের আওতায় আনব। কারণ, তারা জানে এগুলো কোথায় ব্যবহার হয়। আমাদের যে অস্ত্রগুলো হারিয়ে গেছে, সেগুলোর জন্য আমরা একটা বিজ্ঞপ্তি দেব এবং পুরস্কারের ব্যবস্থা করব। যে তথ্য দিতে পারবে, তাকে আমরা পুরস্কার দেব। এ বিষয়ে কমিটি গঠন করব। দু-চার দিনের ভেতরে হয়তো মিডিয়াতে আসবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গাজীপুরের ঘটনাটা প্রকাশ হয়েছে ভিডিও ফুটেজের মাধ্যমে। কীভাবে সাত দিন বা ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া সম্ভব? আমরা এই মামলার চার্জশিট যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আরও কয়েকজন আসামি ধরা বাকি রয়ে গেছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য ট্রেনিং অলরেডি শুরু হয়েছে। নির্বাচনে বড় ভূমিকা পালন করে আনসার। আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বড়। আমরা কিন্তু এবার প্রিসাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ আনসার দিচ্ছি। যাতে তার ওপর কোনো হামলা না করতে পারে। অন্যান্যবার চারজন মহিলা ও ছয়জন পুরুষ আনসার দেওয়া হয়, যাদের মধ্যে দুজনের কাছে হাতিয়ার থাকত। এবার তিনজনের কাছে হাতিয়ার থাকবে। তা ছাড়া পুলিশ-বিজিবি-সেনাবাহিনী তাদের হাতিয়ার থাকবেই।’
উপদেষ্টা বলেন, গাজীপুরে আরও একটা ঘটনা ঘটেছে। পুলিশের সামনে একজনকে ইট দিয়ে থেঁতলে দিয়েছে। কমিশনার বলেছে, এখনো পুলিশ ট্রমার মধ্যে আছে। পুলিশ স্বাভাবিক কাজ করতে পারছে না। একজন পুলিশের যে কাজ, তিনজনে তা করতে পারছে না।
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। যাদের মধ্যে কোনো ধৈর্য নেই। আগে সমাজে কোনো আপত্তিকর ঘটনা ঘটলে প্রতিহত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ত। কিন্তু আজকাল এসব ঘটনা দেখা যায় না। সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে।’
আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জনসম্মুখে কোনো ঘটনা ঘটলেও কেউ প্রতিহত করতে সামনে আসে না। সরকারি বাহিনীর লোক তো সব সময় কাছে থাকে না। হয়তো তারা পরে এসে উপস্থিত হয়। গাজীপুরে যে ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা ঘটুক সমাজে, এটা কেউ চিন্তাও করতে পারে না। কিন্তু ঘটনাটা ঘটে গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।
‘তবে যার জীবনটা চলে গেছে, তাকে আর ফেরত পাওয়া যাবে না। এ জন্য আমরা সবাই যদি সচেতন হই, যদি একটু ধৈর্য ধরি, তাহলে কিন্তু এসব ঘটনা ঘটবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের প্রায় সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। তারা যেন শাস্তি পায়, সেই ব্যবস্থা করব।’
উপদেষ্টা বলেন, ‘পাবলিক চার্টারে যে আইন আছে, সেখানে জনগণের প্রতিকার করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের পাবলিক চার্টার আইনটা ধীরে ধীরে আমরা ভুলে যাচ্ছি। এ জন্য আপনারা যদি একটু জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেন, তাহলে ভালো হতো। অনেক সময় দেখা যায়, বিভিন্ন যোগাযোগমাধ্যমে আগের ভিডিও ছেড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এটা করলে নাকি ইউটিউবে পয়সা পাওয়া যায়। এ জন্য অনেকে এসব করে। শেরপুরে যে ঘটনাটা হয়েছে, সেটা কিন্তু রিসেন্ট ঘটনা। এখানে আমাদের সমাজের অবক্ষয় বোঝা যায়। যেখানে নানিকে মেরে ফেলছে, সেখানে নাতি ভিডিও করার জন্য বসে আছে। সে পয়সা রোজগারের জন্য ভিডিও করছে।’
তিনি বলেন, ‘নিউমার্কেটে অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলো কি আগস্টের অস্ত্র? এগুলো হচ্ছে দেশীয় অস্ত্র। এগুলোর প্রতি সবারই সচেতন হতে হবে, যারা এগুলো বানাচ্ছে তাদের একটু সচেতন হতে হবে। যারা বানাচ্ছে, আমরা কিন্তু তাদেরও আইনের আওতায় আনব। কারণ, তারা জানে এগুলো কোথায় ব্যবহার হয়। আমাদের যে অস্ত্রগুলো হারিয়ে গেছে, সেগুলোর জন্য আমরা একটা বিজ্ঞপ্তি দেব এবং পুরস্কারের ব্যবস্থা করব। যে তথ্য দিতে পারবে, তাকে আমরা পুরস্কার দেব। এ বিষয়ে কমিটি গঠন করব। দু-চার দিনের ভেতরে হয়তো মিডিয়াতে আসবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গাজীপুরের ঘটনাটা প্রকাশ হয়েছে ভিডিও ফুটেজের মাধ্যমে। কীভাবে সাত দিন বা ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া সম্ভব? আমরা এই মামলার চার্জশিট যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আরও কয়েকজন আসামি ধরা বাকি রয়ে গেছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য ট্রেনিং অলরেডি শুরু হয়েছে। নির্বাচনে বড় ভূমিকা পালন করে আনসার। আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বড়। আমরা কিন্তু এবার প্রিসাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রসহ আনসার দিচ্ছি। যাতে তার ওপর কোনো হামলা না করতে পারে। অন্যান্যবার চারজন মহিলা ও ছয়জন পুরুষ আনসার দেওয়া হয়, যাদের মধ্যে দুজনের কাছে হাতিয়ার থাকত। এবার তিনজনের কাছে হাতিয়ার থাকবে। তা ছাড়া পুলিশ-বিজিবি-সেনাবাহিনী তাদের হাতিয়ার থাকবেই।’
উপদেষ্টা বলেন, গাজীপুরে আরও একটা ঘটনা ঘটেছে। পুলিশের সামনে একজনকে ইট দিয়ে থেঁতলে দিয়েছে। কমিশনার বলেছে, এখনো পুলিশ ট্রমার মধ্যে আছে। পুলিশ স্বাভাবিক কাজ করতে পারছে না। একজন পুলিশের যে কাজ, তিনজনে তা করতে পারছে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে