কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি আট দপ্তরের কার্যক্রম চলছে একটি তিনতলা পুরোনো ভবনে। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ছাদের বিভিন্ন স্থান থেকে ছোটবড় পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। দেয়াল ও বিম ফেটে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পড়ে পানি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আতঙ্ক নিয়েই অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা হিসাবরক্ষণ, মৎস্য, সমাজসেবা, মহিলাবিষয়ক, যুব উন্নয়ন, সমবায়, মাধ্যমিক শিক্ষা ও খাদ্যনিয়ন্ত্রণ—এই আটটি দপ্তরের কার্যক্রম চলছে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ওই তিনতলা ভবনটিতে। বিকল্প কোনো ভবন না থাকায় বাধ্য হয়ে ওই ঝুঁকিপূর্ণ ভবনেই সরকারি সেবা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেলে ভবনের দ্বিতীয় তলায় যুব উন্নয়ন দপ্তরের একটি কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারা খসে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহানারা খাতুনের টেবিলের ওপর পড়ে। এতে টেবিলসহ কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া পলেস্তারার কিছু অংশ ছিটকে অফিস সহকারী তমিজুর রহমানের হাতে পড়ে। এ সময় তিনি আতঙ্কে দৌড়ে অফিস থেকে নিচে নেমে আসেন। পাশাপাশি ভবনের অন্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও নিচে নেমে যান। এর দুই দিন আগে তৃতীয় তলায় ছাদের পলেস্তারা খসে সিঁড়ির ওপর পড়ে।
এসব ঘটনায় আট দপ্তরের ৪৬ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ও অসংখ্য সেবাপ্রার্থী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই ভবনে অবস্থান করছেন।
হাতে খসে পড়ে পলেস্তারার আঘাত লাগা অফিস সহকারী তমিজুর বলেন, ‘ওই দিন হঠাৎ করেই আমাদের অফিসের ছাদের পলেস্তারার একটি বড় অংশ খসে পড়ে। এর কিছু অংশ আমার হাতের ওপর পড়ে। অল্পর জন্য প্রাণে বেঁচে গেছি। পরে আমিসহ অন্য দপ্তরের স্যাররাও আতঙ্কে তাড়াহুড়ো করে নিচে নেমে যাই। কিন্তু এখন অফিসে এসে ছাদের দিকে তাকালেই ভয় হয়। কখন যে মাথার ওপর ছাদ ধসে পড়ে!’
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহানারা বলেন, ‘বিকেলে অফিস থেকে বের হয়ে যাওয়ার পর আমার টেবিলের ওপর ছাদের বড় পলেস্তারার অংশ খসে পড়ে। এখনো আমার মাথার ওপরের ছাদ ও দেয়ালে ফাটল আছে। আতঙ্কে টেবিলে বসতে পারছি না। জীবনের ঝুঁকি নিয়ে আমরা কীভাবে অফিস করব? মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে শিগগির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন একটি ভবন নির্মাণ করা উচিত।’
এই তিনতলা ভবনের পাশেই উপজেলা পরিষদের পরিত্যক্ত পুরোনো দোতলা ভবন রয়েছে। এর কিছু অংশ কেটে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই ভবনের এক তলার ছাদ ও বিম খসে পড়ছে। এটিও যেকোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী মুনসের আলী বলেন, ‘উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ওই ভবনের ছাদ ও বিমের বড় পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য আমার ওপর পড়েনি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ বলেন, ‘আজকেই এখানে যোগদান করেছি। খুব দ্রুতই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহামেদ বলেন, ‘ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জীবনের ঝুঁকি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পরিচালনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ওই ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জীবনের নিরাপত্তার স্বার্থে সরকারের পক্ষ থেকে যাতে দ্রুত নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করে, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি আট দপ্তরের কার্যক্রম চলছে একটি তিনতলা পুরোনো ভবনে। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ছাদের বিভিন্ন স্থান থেকে ছোটবড় পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। দেয়াল ও বিম ফেটে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পড়ে পানি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আতঙ্ক নিয়েই অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা হিসাবরক্ষণ, মৎস্য, সমাজসেবা, মহিলাবিষয়ক, যুব উন্নয়ন, সমবায়, মাধ্যমিক শিক্ষা ও খাদ্যনিয়ন্ত্রণ—এই আটটি দপ্তরের কার্যক্রম চলছে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ওই তিনতলা ভবনটিতে। বিকল্প কোনো ভবন না থাকায় বাধ্য হয়ে ওই ঝুঁকিপূর্ণ ভবনেই সরকারি সেবা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার বিকেলে ভবনের দ্বিতীয় তলায় যুব উন্নয়ন দপ্তরের একটি কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারা খসে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহানারা খাতুনের টেবিলের ওপর পড়ে। এতে টেবিলসহ কিছু আসবাব ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া পলেস্তারার কিছু অংশ ছিটকে অফিস সহকারী তমিজুর রহমানের হাতে পড়ে। এ সময় তিনি আতঙ্কে দৌড়ে অফিস থেকে নিচে নেমে আসেন। পাশাপাশি ভবনের অন্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও নিচে নেমে যান। এর দুই দিন আগে তৃতীয় তলায় ছাদের পলেস্তারা খসে সিঁড়ির ওপর পড়ে।
এসব ঘটনায় আট দপ্তরের ৪৬ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ও অসংখ্য সেবাপ্রার্থী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই ভবনে অবস্থান করছেন।
হাতে খসে পড়ে পলেস্তারার আঘাত লাগা অফিস সহকারী তমিজুর বলেন, ‘ওই দিন হঠাৎ করেই আমাদের অফিসের ছাদের পলেস্তারার একটি বড় অংশ খসে পড়ে। এর কিছু অংশ আমার হাতের ওপর পড়ে। অল্পর জন্য প্রাণে বেঁচে গেছি। পরে আমিসহ অন্য দপ্তরের স্যাররাও আতঙ্কে তাড়াহুড়ো করে নিচে নেমে যাই। কিন্তু এখন অফিসে এসে ছাদের দিকে তাকালেই ভয় হয়। কখন যে মাথার ওপর ছাদ ধসে পড়ে!’
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহানারা বলেন, ‘বিকেলে অফিস থেকে বের হয়ে যাওয়ার পর আমার টেবিলের ওপর ছাদের বড় পলেস্তারার অংশ খসে পড়ে। এখনো আমার মাথার ওপরের ছাদ ও দেয়ালে ফাটল আছে। আতঙ্কে টেবিলে বসতে পারছি না। জীবনের ঝুঁকি নিয়ে আমরা কীভাবে অফিস করব? মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে শিগগির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন একটি ভবন নির্মাণ করা উচিত।’
এই তিনতলা ভবনের পাশেই উপজেলা পরিষদের পরিত্যক্ত পুরোনো দোতলা ভবন রয়েছে। এর কিছু অংশ কেটে গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই ভবনের এক তলার ছাদ ও বিম খসে পড়ছে। এটিও যেকোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী মুনসের আলী বলেন, ‘উপজেলা পরিষদের পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ওই ভবনের ছাদ ও বিমের বড় পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য আমার ওপর পড়েনি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ বলেন, ‘আজকেই এখানে যোগদান করেছি। খুব দ্রুতই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহামেদ বলেন, ‘ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জীবনের ঝুঁকি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পরিচালনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ওই ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জীবনের নিরাপত্তার স্বার্থে সরকারের পক্ষ থেকে যাতে দ্রুত নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করে, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে