টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে অন্যতম সংযোগস্থল হচ্ছে গাজীপুরের টঙ্গী আবদুল্লাহপুর সংযোগ সেতু। গত বুধবার ভোরে সেতুর কিছু অংশ ভেঙে পড়ে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও গতকাল বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা যায়, সেতু ভেঙে যাওয়ায় রাত থেকেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাই বিকল্প সড়কে রাজধানীতে প্রবেশ করতে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী মুন্নু গেট এলাকা দিয়ে কামাড়পাড়া সংযোগ সড়ক ব্যবহার করে। সেই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সকল যানবাহন তুরাগ নদের ওপর আব্দুল্লাহপুর টঙ্গী বেইলি সেতু ব্যবহার করে গাজীপুরসহ দেশের উত্তরাঞ্চলে যান চলাচল শুরু করলেও যানজট নিরসন সম্ভব হয়নি।
গতকাল সকালে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ও সড়কে যানবাহনে ধীর গতি থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে বোর্ড বাজার ও টঙ্গী কালীগঞ্জ সড়কের নিমতলী এলাকা পর্যন্ত ৬ কিলোমিটারেরও বেশি তীব্র যানজট দেখা দেয়। এর আগে পূর্বের নির্দেশনা অনুযায়ী সড়কে যান চলাচল করলে আজ সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যানজট নিরসনে রুট বদল করে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা দেওয়া হয়।
দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী আব্দুল্লাহপুর বেইলি সেতু ব্যবহার করে রাজধানীতে প্রবেশ করবে এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন আব্দুল্লাহপুর কামাড়পাড়া টঙ্গী সংযোগ সড়ক ব্যবহার করে গাজীপুরে প্রবেশ করছে। কিন্তু শুক্রবার ছুটির দিন থাকায় অফিসগামী যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও নানা শ্রেণি পেশার মানুষের পোহাতে হয় দুর্ভোগ।
গাজীপুরের ভোগড়া এলাকার পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রুবাইয়া আজাদ বলেন, ছুটির দিনেও রাজধানীর নিকুঞ্জ এলাকায় কারখানাটির প্রধান কার্যালয়ে যেতে হচ্ছে। তাই সকাল সাড়ে ৯টায় রওনা দিলেও টঙ্গী পর্যন্ত আসতে সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টা।
অনাবিল বাসের চালক মো. আলম বলেন, চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগে। যানজটের কারণে বাসের অধিকাংশ যাত্রীরা বাস থেকে নেমে বিকল্প সড়কে চলাচলকারী অটোরিকশা বা হেঁটেই চলে গেছে।
বিআরটিএ প্রকল্পের পরিচালক (এলিভেটেড অংশ) মহিরুল ইসলাম খান বলেন, সড়কে যানজট নিরসনে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে ভেঙে যাওয়া সেতুটি মেরামতের সিদ্ধান্তও নেওয়া হয়। এ সড়কে চলাচলকারীরা কিছুটা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে আগামী ১০ দিনের মধ্যে সেতুর মেরামত কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে যানবাহন চাপ কমাতে রুট পরিবর্তন করা হয়েছে। টঙ্গীর বেশ কয়েকটি স্থানে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে অন্যতম সংযোগস্থল হচ্ছে গাজীপুরের টঙ্গী আবদুল্লাহপুর সংযোগ সেতু। গত বুধবার ভোরে সেতুর কিছু অংশ ভেঙে পড়ে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও গতকাল বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা যায়, সেতু ভেঙে যাওয়ায় রাত থেকেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাই বিকল্প সড়কে রাজধানীতে প্রবেশ করতে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী মুন্নু গেট এলাকা দিয়ে কামাড়পাড়া সংযোগ সড়ক ব্যবহার করে। সেই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সকল যানবাহন তুরাগ নদের ওপর আব্দুল্লাহপুর টঙ্গী বেইলি সেতু ব্যবহার করে গাজীপুরসহ দেশের উত্তরাঞ্চলে যান চলাচল শুরু করলেও যানজট নিরসন সম্ভব হয়নি।
গতকাল সকালে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ও সড়কে যানবাহনে ধীর গতি থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে বোর্ড বাজার ও টঙ্গী কালীগঞ্জ সড়কের নিমতলী এলাকা পর্যন্ত ৬ কিলোমিটারেরও বেশি তীব্র যানজট দেখা দেয়। এর আগে পূর্বের নির্দেশনা অনুযায়ী সড়কে যান চলাচল করলে আজ সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যানজট নিরসনে রুট বদল করে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা দেওয়া হয়।
দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী আব্দুল্লাহপুর বেইলি সেতু ব্যবহার করে রাজধানীতে প্রবেশ করবে এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন আব্দুল্লাহপুর কামাড়পাড়া টঙ্গী সংযোগ সড়ক ব্যবহার করে গাজীপুরে প্রবেশ করছে। কিন্তু শুক্রবার ছুটির দিন থাকায় অফিসগামী যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও নানা শ্রেণি পেশার মানুষের পোহাতে হয় দুর্ভোগ।
গাজীপুরের ভোগড়া এলাকার পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রুবাইয়া আজাদ বলেন, ছুটির দিনেও রাজধানীর নিকুঞ্জ এলাকায় কারখানাটির প্রধান কার্যালয়ে যেতে হচ্ছে। তাই সকাল সাড়ে ৯টায় রওনা দিলেও টঙ্গী পর্যন্ত আসতে সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টা।
অনাবিল বাসের চালক মো. আলম বলেন, চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগে। যানজটের কারণে বাসের অধিকাংশ যাত্রীরা বাস থেকে নেমে বিকল্প সড়কে চলাচলকারী অটোরিকশা বা হেঁটেই চলে গেছে।
বিআরটিএ প্রকল্পের পরিচালক (এলিভেটেড অংশ) মহিরুল ইসলাম খান বলেন, সড়কে যানজট নিরসনে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে ভেঙে যাওয়া সেতুটি মেরামতের সিদ্ধান্তও নেওয়া হয়। এ সড়কে চলাচলকারীরা কিছুটা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে আগামী ১০ দিনের মধ্যে সেতুর মেরামত কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে যানবাহন চাপ কমাতে রুট পরিবর্তন করা হয়েছে। টঙ্গীর বেশ কয়েকটি স্থানে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫