টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে দূষিত পানি পান করে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দেওড়া এলাকায় হজরত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে গতকাল দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। এতে ফেটে যাওয়া পানির পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে এবং পানি দূষিত হয়ে পড়ে। ওই পানি পান করায় গতকাল রাত ৮টা থেকে ওই এলাকার আশপাশের শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এর মধ্যে আরিফ (২৫), শফিকুল (৩৫), রমজান (২০), জামাল উদ্দিন (৫০) ও শরিফুলসহ ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গান্ধীবাড়ি এলাকার চার মাসের শিশু রুকাইয়া, আব্দুর রহিম (৫০), আয়েশা আক্তার (৪০), রুমী (১১), জিহাদ (৯), আলেছা বেগম (৬০), দেলোয়োর হোসেন (৩২), দুলালী (৩৫), শাহাবুল (২৮), সবুজ (২৩), জেসমিন (২২) অমিত হাসানসহ (১৮) অন্তত ২০ থেকে ২৫ জন বাসায় থেকে চিকিৎসা নেন। বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাঁদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, ‘দূষিত পানি পানের কারণে তাঁদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী) কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ওই পানির লাইন সিটি করপোরেশনের কি না সেটি খোঁজ নিয়ে দেখা হবে।’
গাজীপুরে দূষিত পানি পান করে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দেওড়া এলাকায় হজরত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে গতকাল দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। এতে ফেটে যাওয়া পানির পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে এবং পানি দূষিত হয়ে পড়ে। ওই পানি পান করায় গতকাল রাত ৮টা থেকে ওই এলাকার আশপাশের শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এর মধ্যে আরিফ (২৫), শফিকুল (৩৫), রমজান (২০), জামাল উদ্দিন (৫০) ও শরিফুলসহ ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গান্ধীবাড়ি এলাকার চার মাসের শিশু রুকাইয়া, আব্দুর রহিম (৫০), আয়েশা আক্তার (৪০), রুমী (১১), জিহাদ (৯), আলেছা বেগম (৬০), দেলোয়োর হোসেন (৩২), দুলালী (৩৫), শাহাবুল (২৮), সবুজ (২৩), জেসমিন (২২) অমিত হাসানসহ (১৮) অন্তত ২০ থেকে ২৫ জন বাসায় থেকে চিকিৎসা নেন। বাসায় চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাঁদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, ‘দূষিত পানি পানের কারণে তাঁদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (টঙ্গী) কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ওই পানির লাইন সিটি করপোরেশনের কি না সেটি খোঁজ নিয়ে দেখা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে