টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১০ দিন পুলিশের কাছে গিয়েও মেয়ের মৃত্যুর বিচার পাননি বলে অভিযোগ করেছেন মোকলেছুর রহমান নামের বাবা এক বাবা। গত ১৬ এপ্রিল রাতেই আত্মহত্যায় প্ররোচনা দানকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো মামলা গ্রহণ করেনি। তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মোকলেছুর রহমানের বলছে, এ ঘটনায় অভিযুক্ত আল-আমিনের (২৭) পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা নিচ্ছে না পুলিশ। পুলিশ বলছে, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্ররোচনায় মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আজ সোমবার দুপুরে এমন অভিযোগ করেন আত্মহত্যার শিকার এরশাতুল মার্জিয়ার (১৪) বাবা মোকলেছুর রহমান। মোকলেছুর রহমান পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
জানা যায়, গত ১৬ এপ্রিল বিকেলে টঙ্গীর গুটিয়ায় বখাটের উৎপাতে স্কুলছাত্রী এরশাতুল মার্জিয়া আত্মহত্যা করে। ঘটনার কয়েক দিন আগে টঙ্গীর সাতাইশের গুটিয়া এলাকার মৃত বিহন মিয়ার ছেলে আল-আমিন মার্জিয়াকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে আগে থেকে মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও ফেসবুকসহ ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখান তিনি।
মার্জিয়ার বাবা মোকলেছুর বলেন, মার্জিয়া টঙ্গীর সাতাইশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে আল-আমিন তাকে উত্ত্যক্ত করত। গত কয়েক মাস আগে সহপাঠীদের সঙ্গে বেড়াতে যায় মার্জিয়া। ওই দিন বাসায় ফেরার পথে আল-আমিন মার্জিয়াকে রাস্তা থেকে ডেকে নিয়ে জোরপূর্বক মোবাইলে ছবি ও ভিডিও তুলে রাখে। পরে আল-আমিন তাকে কুপ্রস্তাব দেয়। তিনি এ ঘটনার কথা আল-আমিনের বড় ভাই সেলিম হোসেনকে জানালেও বিষয়টি সমাধান না হওয়ায় গতবছর নভেম্বর মাসে এক দোকান কর্মচারীর সঙ্গে বিয়ে দেন মেয়ে মার্জিয়াকে। এতে আল-আমিন ক্ষিপ্ত হয় এবং শারিরিক সম্পর্ক স্থাপনের জন্য মার্জিয়াকে চাপ দেয়। এ কারণে বাসায় ফিরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে মার্জিয়া।
মোখলেছুর রহমান আরও বলেন, ‘আমি আদালতে মামলা করব। আমার মেয়েকে আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে। আমি এর বিচার চাই।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। হত্যায় প্ররোচনায় মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
১০ দিন পুলিশের কাছে গিয়েও মেয়ের মৃত্যুর বিচার পাননি বলে অভিযোগ করেছেন মোকলেছুর রহমান নামের বাবা এক বাবা। গত ১৬ এপ্রিল রাতেই আত্মহত্যায় প্ররোচনা দানকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো মামলা গ্রহণ করেনি। তিনি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মোকলেছুর রহমানের বলছে, এ ঘটনায় অভিযুক্ত আল-আমিনের (২৭) পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা নিচ্ছে না পুলিশ। পুলিশ বলছে, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। প্ররোচনায় মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আজ সোমবার দুপুরে এমন অভিযোগ করেন আত্মহত্যার শিকার এরশাতুল মার্জিয়ার (১৪) বাবা মোকলেছুর রহমান। মোকলেছুর রহমান পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
জানা যায়, গত ১৬ এপ্রিল বিকেলে টঙ্গীর গুটিয়ায় বখাটের উৎপাতে স্কুলছাত্রী এরশাতুল মার্জিয়া আত্মহত্যা করে। ঘটনার কয়েক দিন আগে টঙ্গীর সাতাইশের গুটিয়া এলাকার মৃত বিহন মিয়ার ছেলে আল-আমিন মার্জিয়াকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে আগে থেকে মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও ফেসবুকসহ ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখান তিনি।
মার্জিয়ার বাবা মোকলেছুর বলেন, মার্জিয়া টঙ্গীর সাতাইশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে আল-আমিন তাকে উত্ত্যক্ত করত। গত কয়েক মাস আগে সহপাঠীদের সঙ্গে বেড়াতে যায় মার্জিয়া। ওই দিন বাসায় ফেরার পথে আল-আমিন মার্জিয়াকে রাস্তা থেকে ডেকে নিয়ে জোরপূর্বক মোবাইলে ছবি ও ভিডিও তুলে রাখে। পরে আল-আমিন তাকে কুপ্রস্তাব দেয়। তিনি এ ঘটনার কথা আল-আমিনের বড় ভাই সেলিম হোসেনকে জানালেও বিষয়টি সমাধান না হওয়ায় গতবছর নভেম্বর মাসে এক দোকান কর্মচারীর সঙ্গে বিয়ে দেন মেয়ে মার্জিয়াকে। এতে আল-আমিন ক্ষিপ্ত হয় এবং শারিরিক সম্পর্ক স্থাপনের জন্য মার্জিয়াকে চাপ দেয়। এ কারণে বাসায় ফিরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে মার্জিয়া।
মোখলেছুর রহমান আরও বলেন, ‘আমি আদালতে মামলা করব। আমার মেয়েকে আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে। আমি এর বিচার চাই।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। হত্যায় প্ররোচনায় মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫