Ajker Patrika

জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৮: ৫৩
জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক আসিফ এই মামলা দায়ের করেন। 

বিচারক আস-সামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে সিআইডিকে তদন্ত করতে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৬ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করার নির্দেশ দেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বাদীর ও বাদীর দল আওয়ামী লীগের মানহানি হয়েছে বলে মামলায় বলা হয়েছে। এই অভিযোগ নিয়ে ইতিপূর্বে আরও তিনটি মামলা দেশের বিভিন্ন জেলায় দায়ের করা হয়। দণ্ডবিধি অনুযায়ী মানহানি হয়েছে বলেও এসব মামলায় অভিযোগ করা হয়। অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার পর আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। এরপর গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত