টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাদ অনুসারীরা।
সংবাদ সম্মেলন সাদ অনুসারী মুরব্বি রেজা আরিফ বলেন, ‘আমাদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, আমাদের জোড় ইজতেমা করতে লিখিত অনুমতি দেওয়া হবে। মাওলানা জুবায়ের অনুসারীরা ইতিমধ্যে জোড় ইজতেমা শেষ করেছেন। যেহেতু আমাদের জোড় ইজতেমা সন্নিকটে তাই ময়দানে কিছু সংস্কার কাজ করতে হয়।
আমাদের একটি প্রতিনিধিদল ময়দানে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ময়দানে প্রবেশ না করতে বলা হয়। আমরা আজ (বৃহস্পতিবার) ময়দানে প্রবেশ করতে যাইনি।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী এই ময়দানটি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা। বিগত বছরগুলোতেও তাবলিগের কাজ শেষে মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা ময়দানটি দখলে রেখেছিলেন। এবারও দখল করে রেখেছেন।’
রেজা আরিফ বলেন, ‘আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (অপরাধ দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে প্রাইভেট কারে চেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা দিয়ে ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে রওনা দিই।
এ সময় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া কয়েক শ মাওলানা জুবায়ের অনুসারীরা আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমিসহ আরও চারজন মুরব্বি আহত হন। তা*রা হলেন বশির শিকদার, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আতাউর রহমান ও হাজি মনির।’
তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আজ আমাদের ওপর হামলার মতো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ময়দানে যাইনি। তবে ময়দানের পাশের সড়ক ব্যবহার করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা চাই তারা বদলে যাক, তবলিগের লোকজনের এমন আচরণ কাম্য নয়।
আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকারের পক্ষ থেকে আমাদের জোড় ইজতেমা করতে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জোড় ইজতেমা করব। আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খল নই। আজকের হামলার ঘটনায় আয়োজক কমিটির অন্য মুরব্বিদের সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেব।’
গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় ধাপের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ অনুসারীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা এ ঘটনা ঘটে।
হামলার ঘটনার পর টঙ্গীর বিশ্ব ইজতেমা মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাদ অনুসারীরা।
সংবাদ সম্মেলন সাদ অনুসারী মুরব্বি রেজা আরিফ বলেন, ‘আমাদের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারের উচ্চপর্যায় থেকে বলা হয়েছে, আমাদের জোড় ইজতেমা করতে লিখিত অনুমতি দেওয়া হবে। মাওলানা জুবায়ের অনুসারীরা ইতিমধ্যে জোড় ইজতেমা শেষ করেছেন। যেহেতু আমাদের জোড় ইজতেমা সন্নিকটে তাই ময়দানে কিছু সংস্কার কাজ করতে হয়।
আমাদের একটি প্রতিনিধিদল ময়দানে যাওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের ময়দানে প্রবেশ না করতে বলা হয়। আমরা আজ (বৃহস্পতিবার) ময়দানে প্রবেশ করতে যাইনি।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী এই ময়দানটি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকার কথা। বিগত বছরগুলোতেও তাবলিগের কাজ শেষে মাওলানা জুবায়ের অনুসারীরা ইজতেমা ময়দানটি দখলে রেখেছিলেন। এবারও দখল করে রেখেছেন।’
রেজা আরিফ বলেন, ‘আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (অপরাধ দক্ষিণ) কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বেলা সাড়ে ৩টার দিকে প্রাইভেট কারে চেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মন্নুগেট এলাকা দিয়ে ময়দানের পশ্চিম পাশে বিশ্ব ইজতেমা মসজিদে রওনা দিই।
এ সময় আগে থেকে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেওয়া কয়েক শ মাওলানা জুবায়ের অনুসারীরা আমাদের প্রাইভেট কারের গতিরোধ করে এবং ভাঙচুর চালায়। এ সময় আমিসহ আরও চারজন মুরব্বি আহত হন। তা*রা হলেন বশির শিকদার, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ, আতাউর রহমান ও হাজি মনির।’
তিনি আরও বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আজ আমাদের ওপর হামলার মতো কোনো যৌক্তিক কারণ নেই। আমরা ময়দানে যাইনি। তবে ময়দানের পাশের সড়ক ব্যবহার করে আমাদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা চাই তারা বদলে যাক, তবলিগের লোকজনের এমন আচরণ কাম্য নয়।
আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। সরকারের পক্ষ থেকে আমাদের জোড় ইজতেমা করতে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জোড় ইজতেমা করব। আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খল নই। আজকের হামলার ঘটনায় আয়োজক কমিটির অন্য মুরব্বিদের সঙ্গে আলোচনা করে আইনত ব্যবস্থা নেব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে