শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও স্কুলশিক্ষক ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৪০ জনের একটি দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী স্কুলশিক্ষক আব্দুল হালিমের বাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত নিয়াজ আলীর ছেলে। তিনি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর ভাই মো. জয়নাল আবেদীন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সময় পুলিশ অভিযানে এসেছে এই ভেবে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তবে সে সময় তাঁর স্ত্রী ঘরে ছিলেন।
ভুক্তভোগী স্কুলশিক্ষকের মেয়ে সামিরা আক্তার বলেন, ‘ডাকাতির ঘটনা শুনে আমি সকালে শ্বশুরবাড়ি থেকে ছুটে আসি। এসে জানলাম রাত আনুমানিক পৌনে ৩টার দিকে সঙ্গবদ্ধ একটি ডাকাত দল বাসার দোতলায় থাই গ্লাস ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর আমার স্কুলশিক্ষক বাবা ও মার গলায় ধারালো অস্ত্রের ভয়ভীতি হুমকি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। মা বাবার হাত-পা বেঁধে বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়।’
স্কুলশিক্ষকের বাড়ির গৃহকর্মী শিল্পী আক্তার বলেন, ‘আন্টির চিৎকার শুনে আমি পাশের ঘরে দৌড়ে যেতে চেষ্টা করি। এরপর কয়েকজন অস্ত্রধারী যুবক আমার গলায় ধারালো দা ধরে রাখে।
আনুমানিক দুই ঘণ্টা ডাকাত দলের সদস্যরা ঘরের সমস্ত কিছু তছনছ করে সবকিছু লুটপাট করে ট্রাকে ভর্তি করে নেয়। বেশির ভাগ সদস্যের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।’
আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে ঘরের দরজায় অনেক শব্দ হচ্ছে শুনে ঘুম ভেঙে যায়। পুলিশ এসেছে ভেবে, আমি ভয়ে বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বাড়ির পেছনে ঝোপঝাড় থাকায় ওরা দেখতে পায়নি। এরপর ভোররাতে বাসায় এসে দেখি বাড়ি থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ কারণে আমি বাসা থেকে দৌড়ে পালিয়ে যায়। ডাকাত আসছি বিষয়টি বুঝতে পারিনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও স্কুলশিক্ষক ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৪০ জনের একটি দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী স্কুলশিক্ষক আব্দুল হালিমের বাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত নিয়াজ আলীর ছেলে। তিনি বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর ভাই মো. জয়নাল আবেদীন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সময় পুলিশ অভিযানে এসেছে এই ভেবে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তবে সে সময় তাঁর স্ত্রী ঘরে ছিলেন।
ভুক্তভোগী স্কুলশিক্ষকের মেয়ে সামিরা আক্তার বলেন, ‘ডাকাতির ঘটনা শুনে আমি সকালে শ্বশুরবাড়ি থেকে ছুটে আসি। এসে জানলাম রাত আনুমানিক পৌনে ৩টার দিকে সঙ্গবদ্ধ একটি ডাকাত দল বাসার দোতলায় থাই গ্লাস ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর আমার স্কুলশিক্ষক বাবা ও মার গলায় ধারালো অস্ত্রের ভয়ভীতি হুমকি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। মা বাবার হাত-পা বেঁধে বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়।’
স্কুলশিক্ষকের বাড়ির গৃহকর্মী শিল্পী আক্তার বলেন, ‘আন্টির চিৎকার শুনে আমি পাশের ঘরে দৌড়ে যেতে চেষ্টা করি। এরপর কয়েকজন অস্ত্রধারী যুবক আমার গলায় ধারালো দা ধরে রাখে।
আনুমানিক দুই ঘণ্টা ডাকাত দলের সদস্যরা ঘরের সমস্ত কিছু তছনছ করে সবকিছু লুটপাট করে ট্রাকে ভর্তি করে নেয়। বেশির ভাগ সদস্যের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।’
আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ করে ঘরের দরজায় অনেক শব্দ হচ্ছে শুনে ঘুম ভেঙে যায়। পুলিশ এসেছে ভেবে, আমি ভয়ে বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বাড়ির পেছনে ঝোপঝাড় থাকায় ওরা দেখতে পায়নি। এরপর ভোররাতে বাসায় এসে দেখি বাড়ি থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ কারণে আমি বাসা থেকে দৌড়ে পালিয়ে যায়। ডাকাত আসছি বিষয়টি বুঝতে পারিনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে