গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান মিয়া (২২)। এক হাত থেঁতলানো, পুরো শরীরে অসংখ্য ছররা গুলির ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। অর্থাভাবে পরিবার তাঁর চিকিৎসা করাতে পারছে না।
রায়হান মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণকালে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে আনসার একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে গুরুতর আহত হন। ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় বার্ন (ব্লু) ইউনিটের ৪১৯ নম্বর (পুরুষ) ওয়ার্ডে ৭ নম্বর বেডে ভর্তি করা তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
রায়হান গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নাকাই হাট কলেজের ১৮ ব্যাচের শিক্ষার্থী এবং ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে লেখাপড়া করছেন।
স্বজনেরা জানান, গত ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে গাজীপুর আনসার একাডেমির সামনে আনসারদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রায়হান। এরপর তাঁকে লাঠি ও বুট দিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রায়হান মারা গেছে ভেবে পাশের সীমানা প্রাচীরের ওপর দিয়ে বাইরের নালার মধ্যে ফেলে দেওয়া হয়। পরে এলাকাবাসী প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় পাঠায়।
তাঁর সহপাঠী নাঈমা সুলতানা জানান, রায়হান অত্যন্ত ভদ্র ও দরিদ্র ঘরের সন্তান। তাঁর বাবা কৃষিকাজ করেন। গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিরামপুর, ছাপিপাড়া এলাকায়। পারিবারিক অসচ্ছলতার কারণে রায়হান গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজে লেখাপড়ার পাশাপাশি গাজীপুরের সফিপুর এলাকায় ইকো টেক্স নামের এক পোশাক কারখানায় চাকরি করেন।
রায়হানের মা রাশিদা বেগম জানান, রায়হানের বাবা রমজান আলী দরিদ্র কৃষক। রায়হান চাকরির করে লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি বাড়িতে টাকা পাঠায়। চার সন্তানের মধ্যে রায়হান একমাত্র ছেলে। এ পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য ১ লাখ টাকার বেশি খরচ হয়েছে। পুরো টাকাটাই ধার করতে হয়েছে। হাসপাতাল কিছু ওষুধ দিলেও অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।
ভাওয়াল মির্জাপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের কলেজের স্নাতক (অনার্স) শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হান খুবই মেধাবী। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বসবাস করে এবং লেখাপড়ার পাশাপাশি একটি পোশাক কারখানায় খণ্ডকালীন চাকরিও করে।
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান মিয়া (২২)। এক হাত থেঁতলানো, পুরো শরীরে অসংখ্য ছররা গুলির ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। অর্থাভাবে পরিবার তাঁর চিকিৎসা করাতে পারছে না।
রায়হান মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশগ্রহণকালে গাজীপুরের কালিয়াকৈরের শফিপুরে আনসার একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে গুরুতর আহত হন। ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় বার্ন (ব্লু) ইউনিটের ৪১৯ নম্বর (পুরুষ) ওয়ার্ডে ৭ নম্বর বেডে ভর্তি করা তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
রায়হান গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার নাকাই হাট কলেজের ১৮ ব্যাচের শিক্ষার্থী এবং ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে লেখাপড়া করছেন।
স্বজনেরা জানান, গত ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে গাজীপুর আনসার একাডেমির সামনে আনসারদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রায়হান। এরপর তাঁকে লাঠি ও বুট দিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রায়হান মারা গেছে ভেবে পাশের সীমানা প্রাচীরের ওপর দিয়ে বাইরের নালার মধ্যে ফেলে দেওয়া হয়। পরে এলাকাবাসী প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় পাঠায়।
তাঁর সহপাঠী নাঈমা সুলতানা জানান, রায়হান অত্যন্ত ভদ্র ও দরিদ্র ঘরের সন্তান। তাঁর বাবা কৃষিকাজ করেন। গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিরামপুর, ছাপিপাড়া এলাকায়। পারিবারিক অসচ্ছলতার কারণে রায়হান গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজে লেখাপড়ার পাশাপাশি গাজীপুরের সফিপুর এলাকায় ইকো টেক্স নামের এক পোশাক কারখানায় চাকরি করেন।
রায়হানের মা রাশিদা বেগম জানান, রায়হানের বাবা রমজান আলী দরিদ্র কৃষক। রায়হান চাকরির করে লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি বাড়িতে টাকা পাঠায়। চার সন্তানের মধ্যে রায়হান একমাত্র ছেলে। এ পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য ১ লাখ টাকার বেশি খরচ হয়েছে। পুরো টাকাটাই ধার করতে হয়েছে। হাসপাতাল কিছু ওষুধ দিলেও অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।
ভাওয়াল মির্জাপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের কলেজের স্নাতক (অনার্স) শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হান খুবই মেধাবী। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বসবাস করে এবং লেখাপড়ার পাশাপাশি একটি পোশাক কারখানায় খণ্ডকালীন চাকরিও করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫