শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খানটেক্স কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কারখানার নারী শ্রমিক জাহানারা বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি যাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় কারখানায় এসে শুনি কারখানা বন্ধ। আমাদের কোনো কিছু না জানিয়ে, বেতন-ভাতা পরিশোধ না করে একটি নোটিশ টানিয়ে বলছে কারখানা বন্ধ। কারখানা বন্ধ করবে করুক, কিন্তু আমাদের নোটিশে জানাবে, বেতন পরিশোধ করবে, এরপর কারখানা বন্ধ করবে। এসবের কিছু না করেই কারখানা বন্ধ!’
সোনিয়া আক্তার নামে আরেক শ্রমিক বলেন, ‘কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হাদিসুর রহমান আমাদের প্রতিনিয়ত বকাঝকা করেন। পুরুষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। গায়ে পর্যন্ত হাত তোলেন। তবু আমরা পেটের দায়ে সবকিছু মেনে নিয়ে কাজ করি। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক সমস্যা। বেতন পেলে বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের পড়াশোনার খরচ দিতে হয়। অথচ কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিছে।’
কারখানার শ্রমিক ইব্রাহিম বলেন, ‘শ্রমিকেরা সব সময় অবহেলার শিকার। ভালোভাবে কাল বাসায় গেলাম। আজ সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ। কারখানা কর্তৃপক্ষ বলছে, বেতন পরে দেবে। কী কারণে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করছে, সে বিষয়ে কোনো কথা বলছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা বাসাভাড়া কী করে দেব? দোকান বাকির চাপ। পুলিশ এলেও কোনো সমাধান পাচ্ছি না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. হাদিসুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। বন্ধের সিদ্ধান্ত হঠাৎ করে হওয়ায় শ্রমিকদের জানানো সম্ভব হয়নি। শ্রমিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খানটেক্স কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কারখানার নারী শ্রমিক জাহানারা বলেন, ‘বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি যাই। শুক্রবার সাপ্তাহিক ছুটি। আজ শনিবার সকাল সাড়ে ৭টার সময় কারখানায় এসে শুনি কারখানা বন্ধ। আমাদের কোনো কিছু না জানিয়ে, বেতন-ভাতা পরিশোধ না করে একটি নোটিশ টানিয়ে বলছে কারখানা বন্ধ। কারখানা বন্ধ করবে করুক, কিন্তু আমাদের নোটিশে জানাবে, বেতন পরিশোধ করবে, এরপর কারখানা বন্ধ করবে। এসবের কিছু না করেই কারখানা বন্ধ!’
সোনিয়া আক্তার নামে আরেক শ্রমিক বলেন, ‘কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হাদিসুর রহমান আমাদের প্রতিনিয়ত বকাঝকা করেন। পুরুষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। গায়ে পর্যন্ত হাত তোলেন। তবু আমরা পেটের দায়ে সবকিছু মেনে নিয়ে কাজ করি। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক সমস্যা। বেতন পেলে বাসাভাড়া, দোকানের বাকি ও সন্তানদের পড়াশোনার খরচ দিতে হয়। অথচ কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিছে।’
কারখানার শ্রমিক ইব্রাহিম বলেন, ‘শ্রমিকেরা সব সময় অবহেলার শিকার। ভালোভাবে কাল বাসায় গেলাম। আজ সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ। কারখানা কর্তৃপক্ষ বলছে, বেতন পরে দেবে। কী কারণে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করছে, সে বিষয়ে কোনো কথা বলছে না কারখানা কর্তৃপক্ষ। আমরা বাসাভাড়া কী করে দেব? দোকান বাকির চাপ। পুলিশ এলেও কোনো সমাধান পাচ্ছি না।’
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. হাদিসুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। বন্ধের সিদ্ধান্ত হঠাৎ করে হওয়ায় শ্রমিকদের জানানো সম্ভব হয়নি। শ্রমিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে