গাজীপুর প্রতিনিধি
প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ২০ মার্চ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন। একই সঙ্গে প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। রায়ের দিন সশরীরে আদালত উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে তাঁকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ১৫ নভেম্বর শুনানির জন্য তারিখ ঠিক করেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল মহানগর দায়রা জজ আদালতে হেলেনার জামিন আবেদনের শুনানি হয়। মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে ১৩ দিন কারাভোগের পর আজ তিনি মুক্তি পেয়েছেন। বন্দী অবস্থায় তিনি রাইটার হিসেবে কাজ করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে নভেম্বরে জামিনে মুক্তি পান হেলেনা।
এর আগে ২ আগস্ট পল্লবী থানায় জনৈক সাংবাদিক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগ দাখিল করেন। এ মামলায় হেলেনা ছাড়াও টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকে সাজা দেন আদালত।
প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান মিয়া বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে ১১টায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’
এর আগে গত ২০ মার্চ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন। একই সঙ্গে প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়। রায়ের দিন সশরীরে আদালত উপস্থিত না থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরে ২ নভেম্বর হেলেনা জাহাঙ্গীর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে তাঁকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ১৫ নভেম্বর শুনানির জন্য তারিখ ঠিক করেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাঁকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল মহানগর দায়রা জজ আদালতে হেলেনার জামিন আবেদনের শুনানি হয়। মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে ১৩ দিন কারাভোগের পর আজ তিনি মুক্তি পেয়েছেন। বন্দী অবস্থায় তিনি রাইটার হিসেবে কাজ করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে নভেম্বরে জামিনে মুক্তি পান হেলেনা।
এর আগে ২ আগস্ট পল্লবী থানায় জনৈক সাংবাদিক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগ দাখিল করেন। এ মামলায় হেলেনা ছাড়াও টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকে সাজা দেন আদালত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে