Ajker Patrika

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১১: ৩৭
গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ্যাপারেলস প্লাস নামের একটি তৈরি পোশাক কারখানায় আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, সকালে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। চতুর্থ তলায় ফেব্রিকস, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। আগুন লাগার পরে শ্রমিকেরা দ্রুত ভবন ছেড়ে নিচে নামতে পেরেছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে এ্যাপারেলস প্লাস নামের একটি তৈরি পোশাক কারখানার সাততলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। পরে সেখানে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত