Ajker Patrika

গাজীপুরে কম্পোজিট কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১২: ২৬
গাজীপুরে কম্পোজিট কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল আহমেদ জানান, আজ শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

বেলাল আহমেদ আরও জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড কারখানায় সেমিপাকা একতলা ভবনে তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত