টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত নদীপথে যেতে সরকার নির্ধারিত জনপ্রতি দুই টাকা ভাড়া নেওয়া হবে। র্দীঘদিন ধরে তুরাগ নদে পারাপারের জন্য যাত্রীদের কাছ থেকে দুই টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া হচ্ছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কয়েক মাস ধরে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে টঙ্গীতে বিএনপি নেতা-কর্মীদের হস্তক্ষেপে খেয়া পারাপারে সরকার নির্ধারিত আগের ভাড়াতে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকারসহ বিএনপির কয়েক শ নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম অনুযায়ী নদে খেয়া পারাপারের জন্য যাত্রীপ্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেওয়া হচ্ছিল। বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ আবার সরকার নির্ধারিত ভাড়ায় ফেরত যাওয়া সম্ভব হলো। আজ থেকেই যাত্রীরা ২ টাকা করে টিকিট নিয়ে নদে পারাপার হন।
আজ পারাপার হয়েছেন একটি বেসরকারি টেলিকম কোম্পানি আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি নাঈমুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমি অবাক হলাম। এমনটা আগে কখনো হয়নি। খেয়া পারাপার হয়ে টঙ্গী থেকে রাজধানীর উত্তরায় যেতে আগে জনপ্রতি ১০ টাকা গুনতে হতো। আজ দুই টাকা দিয়ে পারাপার হলাম।’
খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকার বলেন, ‘এক বছর আগে নদে প্রায় ৫০ জন মাঝি খেয়া পারাপার করতেন। এখন মাঝিরা নেই। কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আগে যাত্রীপ্রতি ১০ টাকা নেওয়া হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ম অনুযায়ী আজ থেকে যাত্রীপ্রতি দুই টাকা নেওয়া হবে।’
এ বিষয়ে টঙ্গী নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা (সহকারী পরিচালক) সুব্রত পোদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুরের টঙ্গী থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত নদীপথে যেতে সরকার নির্ধারিত জনপ্রতি দুই টাকা ভাড়া নেওয়া হবে। র্দীঘদিন ধরে তুরাগ নদে পারাপারের জন্য যাত্রীদের কাছ থেকে দুই টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়া হচ্ছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কয়েক মাস ধরে যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে টঙ্গীতে বিএনপি নেতা-কর্মীদের হস্তক্ষেপে খেয়া পারাপারে সরকার নির্ধারিত আগের ভাড়াতে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে টঙ্গী বাজারে তুরাগ নদের তীরে আইচি খেয়াঘাটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আলী আকবর, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান, হাজী কবির হোসেন, আইচি খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকারসহ বিএনপির কয়েক শ নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম অনুযায়ী নদে খেয়া পারাপারের জন্য যাত্রীপ্রতি ২ টাকা ভাড়া নির্ধারিত থাকলেও দীর্ঘদিন ধরে ১০ টাকা করে নেওয়া হচ্ছিল। বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে আজ আবার সরকার নির্ধারিত ভাড়ায় ফেরত যাওয়া সম্ভব হলো। আজ থেকেই যাত্রীরা ২ টাকা করে টিকিট নিয়ে নদে পারাপার হন।
আজ পারাপার হয়েছেন একটি বেসরকারি টেলিকম কোম্পানি আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি নাঈমুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমি অবাক হলাম। এমনটা আগে কখনো হয়নি। খেয়া পারাপার হয়ে টঙ্গী থেকে রাজধানীর উত্তরায় যেতে আগে জনপ্রতি ১০ টাকা গুনতে হতো। আজ দুই টাকা দিয়ে পারাপার হলাম।’
খেয়াঘাটের ইজারাদার টুটুল সরকার বলেন, ‘এক বছর আগে নদে প্রায় ৫০ জন মাঝি খেয়া পারাপার করতেন। এখন মাঝিরা নেই। কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। আগে যাত্রীপ্রতি ১০ টাকা নেওয়া হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ম অনুযায়ী আজ থেকে যাত্রীপ্রতি দুই টাকা নেওয়া হবে।’
এ বিষয়ে টঙ্গী নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা (সহকারী পরিচালক) সুব্রত পোদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে