গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বিএনপির গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, গণমিছিল থেকে নিরপরাধ ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে অংশ নিতে বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ী রোডের জেলা বিএনপির কার্যালয়ে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনে সুযোগ দিলেও বিএনপিকে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ নির্ভর এ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। দেশের জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। আমাদের কোনো অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।’
সরকার সন্ত্রাস ও লাঠিয়াল বাহিনী গঠন করে জনগণকে প্রতিরোধের চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা দিন আনে দিন খায় তাঁদের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। আমরা কারওর হাত রক্তে রঞ্জিত হতে দেব না। আমরা শান্তি চাই, জনগণের জীবনের নিরাপত্তা চাই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনব।’
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি পালনের জন্য জিএমপি কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। তারপরও পুলিশ আমাদের অফিস ঘিরে রেখেছে, মিছিলে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।’
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের সড়কে মিছিল করতে নিষেধ করা হলে তাঁরা পুলিশের ওপর হামলা করে। তাঁরা পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। মিছিলকারীদের হামলায় সদর থানা-পুলিশের কনস্টেবল মিন্টু ও নায়েক মো. জহির উদ্দিন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সেখান থেকে ২০ জনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গণমিছিলে কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ড. ইশরাক আহমেদ সিদ্দিকী, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ড. সহীদ উজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, খালেকুজ্জামান বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, গুলনাহার, শেখ ফরিদা জাহান স্বপ্না প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই মহানগরীর বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয় পুলিশ। তাঁরা জল কামান, সাঁজোয়া যান নিয়ে সাইরেন বাজিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয়।
গাজীপুরে বিএনপির গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, গণমিছিল থেকে নিরপরাধ ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে অংশ নিতে বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ী রোডের জেলা বিএনপির কার্যালয়ে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনে সুযোগ দিলেও বিএনপিকে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ নির্ভর এ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। দেশের জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। আমাদের কোনো অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।’
সরকার সন্ত্রাস ও লাঠিয়াল বাহিনী গঠন করে জনগণকে প্রতিরোধের চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা দিন আনে দিন খায় তাঁদের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। আমরা কারওর হাত রক্তে রঞ্জিত হতে দেব না। আমরা শান্তি চাই, জনগণের জীবনের নিরাপত্তা চাই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনব।’
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি পালনের জন্য জিএমপি কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। তারপরও পুলিশ আমাদের অফিস ঘিরে রেখেছে, মিছিলে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।’
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের সড়কে মিছিল করতে নিষেধ করা হলে তাঁরা পুলিশের ওপর হামলা করে। তাঁরা পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। মিছিলকারীদের হামলায় সদর থানা-পুলিশের কনস্টেবল মিন্টু ও নায়েক মো. জহির উদ্দিন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সেখান থেকে ২০ জনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গণমিছিলে কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ড. ইশরাক আহমেদ সিদ্দিকী, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ড. সহীদ উজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, খালেকুজ্জামান বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, গুলনাহার, শেখ ফরিদা জাহান স্বপ্না প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই মহানগরীর বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয় পুলিশ। তাঁরা জল কামান, সাঁজোয়া যান নিয়ে সাইরেন বাজিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫