দেশের মানুষ এখন ভালো আছে। দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে। আজ দেশে মেট্রোরেল, গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের সড়ক, গাজীপুরে ফ্লাইওভারসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। হুমকি দিয়ে বাংলাদেশের উন্নয়ন থামিয়ে রাখা যাবে না।
আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে এসেছেন বলে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছেন বলে সমুদ্র বিজয়, আকাশ বিজয় হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। তিনি এসেছেন বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার হয়েছে। শেখ হাসিনা এসেছেন বলে আজ পদ্মা সেতুর নির্মাণের কাজ শেষ হয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি বর্তমানে পচনশীল একটি দল। বিএনপির রাজপথের আন্দোলনের কথা শুনতে শুনতে ১৩ বছর পার হলো। তারা আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না। ওরা এখন ফেসবুকে আন্দোলনপ্রিয় দল।’
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং গাজীপুর-৩ আসেনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভুঁইয়া, গাজীপুর জেলা পরিষদের প্রশাসন আকতার উজ্জামন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ্ খানসহ জেলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী।
দেশের মানুষ এখন ভালো আছে। দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে। আজ দেশে মেট্রোরেল, গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের সড়ক, গাজীপুরে ফ্লাইওভারসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। হুমকি দিয়ে বাংলাদেশের উন্নয়ন থামিয়ে রাখা যাবে না।
আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে এসেছেন বলে অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে। শেখ হাসিনা ফিরে এসেছেন বলে সমুদ্র বিজয়, আকাশ বিজয় হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। তিনি এসেছেন বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার হয়েছে। শেখ হাসিনা এসেছেন বলে আজ পদ্মা সেতুর নির্মাণের কাজ শেষ হয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি বর্তমানে পচনশীল একটি দল। বিএনপির রাজপথের আন্দোলনের কথা শুনতে শুনতে ১৩ বছর পার হলো। তারা আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না। ওরা এখন ফেসবুকে আন্দোলনপ্রিয় দল।’
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং গাজীপুর-৩ আসেনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভুঁইয়া, গাজীপুর জেলা পরিষদের প্রশাসন আকতার উজ্জামন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ্ খানসহ জেলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫