Ajker Patrika

গাজীপুর বিএনপির ৩৬ নেতা-কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৪, ১৫: ৫৯
গাজীপুর বিএনপির ৩৬ নেতা-কর্মীর আগাম জামিন

নাশকতার মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আকতারুল আলম মাস্টারসহ ৩৬ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ তাঁদের আট সপ্তাহের আগাম জামিন দেন। 

আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত বছরের ২৮ অক্টোবর শ্রীপুর থানায় মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়। 

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আসামিদের আট সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে। উল্লিখিত সময়ের পর তাঁদের গাজীপুর দায়রা ও জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত