গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বাঁশবাড়ী গ্রামের আড়াই হাজার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় ‘ফাঁসি চাই ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। শুক্রবার বেলা ১১টা দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী বাজারের বাঁশবাড়ী–জৈনা বাজার সংযোগ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, ‘খুনি রুহুল আমিন এই গ্রামের ছিঁচকে চোর থেকে আজ বড় খুনি হয়েছে। এলাকায় মোবাইল, ল্যাপটপ, সিএনজি অটোরিকশা চোর থেকে আজ সে হয়েছে শীর্ষ খুনি। সে বাইরের খুনি ভাড়া করে এনে নিরীহ অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে খুন করে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যমে অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। আমরা গ্রামবাসী মানববন্ধন থেকে দ্রুত বিচার দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।
নিহত আনোয়ার হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, ‘আমার বাবাকে হত্যার সঙ্গে রুহুল আমিনের মা আর ভাই জড়িত। আসামিদের রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, ‘এরই মধ্যে হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বাঁশবাড়ী গ্রামের আড়াই হাজার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় ‘ফাঁসি চাই ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। শুক্রবার বেলা ১১টা দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী বাজারের বাঁশবাড়ী–জৈনা বাজার সংযোগ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন বলেন, ‘খুনি রুহুল আমিন এই গ্রামের ছিঁচকে চোর থেকে আজ বড় খুনি হয়েছে। এলাকায় মোবাইল, ল্যাপটপ, সিএনজি অটোরিকশা চোর থেকে আজ সে হয়েছে শীর্ষ খুনি। সে বাইরের খুনি ভাড়া করে এনে নিরীহ অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে খুন করে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যমে অটোরিকশা চুরি করে নিয়ে গেছে। আমরা গ্রামবাসী মানববন্ধন থেকে দ্রুত বিচার দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।
নিহত আনোয়ার হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, ‘আমার বাবাকে হত্যার সঙ্গে রুহুল আমিনের মা আর ভাই জড়িত। আসামিদের রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, ‘এরই মধ্যে হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে