গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিংহীটি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম। কিন্তু সিংহীর মৃত্যুর খবরটি গণমাধ্যমে প্রকাশ করেনি সাফারি পার্ক কর্তৃপক্ষ।
আজ সোমবার শ্রীপুর থানায় গত ২১ ডিসেম্বরের হাতি মারা যাওয়ার তথ্য সংগ্রহ করতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইনও বিষয়টি জানেন।
গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সাফারি পার্কের সিংহী বেষ্টনীতে সিংহীটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর সকালে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন মো. রফিকুল ইসলাম।
থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মৃত সিংহটি মাদি, তার আনুমানিক বয়স ১৪ বছর।
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইন বলেন, ‘হঠাৎ করে আবারও প্রাণী মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি হচ্ছে। সম্প্রতি একটি হাতি ও একটি সিংহীর মৃত্যুতে জিডি হয়েছে।’
এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিংহী মৃত্যুর বিষয়টি আমাকে জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে সিংহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। কোনো ধরনের অবহেলার প্রমাণ পেলে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘আসলে প্রাণীগুলো মারা যাওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন তাদের সঠিক পরিচর্যা, খাদ্য, বাসস্থান—এসব বিষয়ের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এগুলো যেকোনো একটির সমস্যা থাকলে প্রাণীর মৃত্যু হতে পারে। হঠাৎ করে প্রাণী মৃত্যু খারাপ সংবাদ। প্রতিবছর একই সময়ে ধারাবাহিক প্রাণীর মৃত্যু খুবই দুঃখজনক। গত বছরের প্রাণী মৃত্যু আর এ বছরের প্রাণী মৃত্যুর সঙ্গে কী ধরনের মিল রয়েছে, তা আমি সরেজমিনে গিয়ে বুঝতে পারব। সব মিলিয়ে প্রাণীগুলোর সঠিক পরিচর্যা না পেলে বা অবহেলা থাকলে মৃত্যু হতে পারে।’
প্রসঙ্গ, ২০২২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা এবং একটি বাঘ মারা যায়। এরপর দায়িত্বে অবহেলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ তবিবুর রহমানসহ চারজনকে বরখাস্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আবার গত ২১ ডিসেম্বর একটি হাতির মৃত্যু হয়।
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিংহীটি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম। কিন্তু সিংহীর মৃত্যুর খবরটি গণমাধ্যমে প্রকাশ করেনি সাফারি পার্ক কর্তৃপক্ষ।
আজ সোমবার শ্রীপুর থানায় গত ২১ ডিসেম্বরের হাতি মারা যাওয়ার তথ্য সংগ্রহ করতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইনও বিষয়টি জানেন।
গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সাফারি পার্কের সিংহী বেষ্টনীতে সিংহীটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর সকালে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন মো. রফিকুল ইসলাম।
থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মৃত সিংহটি মাদি, তার আনুমানিক বয়স ১৪ বছর।
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইন বলেন, ‘হঠাৎ করে আবারও প্রাণী মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি হচ্ছে। সম্প্রতি একটি হাতি ও একটি সিংহীর মৃত্যুতে জিডি হয়েছে।’
এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিংহী মৃত্যুর বিষয়টি আমাকে জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে সিংহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। কোনো ধরনের অবহেলার প্রমাণ পেলে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘আসলে প্রাণীগুলো মারা যাওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন তাদের সঠিক পরিচর্যা, খাদ্য, বাসস্থান—এসব বিষয়ের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এগুলো যেকোনো একটির সমস্যা থাকলে প্রাণীর মৃত্যু হতে পারে। হঠাৎ করে প্রাণী মৃত্যু খারাপ সংবাদ। প্রতিবছর একই সময়ে ধারাবাহিক প্রাণীর মৃত্যু খুবই দুঃখজনক। গত বছরের প্রাণী মৃত্যু আর এ বছরের প্রাণী মৃত্যুর সঙ্গে কী ধরনের মিল রয়েছে, তা আমি সরেজমিনে গিয়ে বুঝতে পারব। সব মিলিয়ে প্রাণীগুলোর সঠিক পরিচর্যা না পেলে বা অবহেলা থাকলে মৃত্যু হতে পারে।’
প্রসঙ্গ, ২০২২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা এবং একটি বাঘ মারা যায়। এরপর দায়িত্বে অবহেলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ তবিবুর রহমানসহ চারজনকে বরখাস্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আবার গত ২১ ডিসেম্বর একটি হাতির মৃত্যু হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫