Ajker Patrika

বিআরটি প্রকল্প চালু হলে আর ভুল পাবেন না: ওবায়দুল কাদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বিআরটি প্রকল্প চালু হলে আর ভুল পাবেন না: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিআরটি প্রজেক্টের কাজ শেষ হলে আপনারা ভুল বলে কিছুই পাবেন না।’ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নকশায় ভুল আছে বলে মন্তব্য করেছিলেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলম। তার প্রতিক্রিয়ায় আজ শুক্রবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র হানিফ উড়াল সেতুর ডিজাইনেও ভুল থাকার কথা বলা হয়েছিল। পরে তা চালু হওয়ার পর এ রকম কিছুই পাওয়া যায়নি। আর এডিবি ভুল ডিজাইনের কোনো প্রকল্পে বিনিয়োগ করেন না। তাদের সঙ্গে বহুবার আমাদের মিটিং হয়েছে।’ 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চেরাগ আলী এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অন্য মেগা প্রকল্পের সঙ্গে আগামী বছরের (২০২২ সাল) ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না বলে মন্তব্য করেন তিনি। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ মহাসড়কের পয়োনিষ্কাশন প্রকল্প অত্যন্ত খারাপ। বর্ষাকালে চরম ভোগান্তি পোহাতে হয় এ সড়ক ব্যবহারকারীদের। তবে বর্ষা চলে গেলে জনসাধারণের ভোগান্তি কিছুটা কমবে। গাজীপুরের মানুষ অনেক ভোগান্তি সহ্য করেছেন। তিনি বলেন, এরই মধ্যে প্রকল্পটির ৬৩ দশমিক ২৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বর্ষাকালে এ ভোগান্তি আর থাকবে না। সাময়িক যন্ত্রণাকে মেনে নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। বিআরটি যখন চালু হবে তখন প্রতিদিন গাজীপুর দিয়ে প্রতি ঘণ্টায় ২০ হাজার যাত্রী চলাচল করতে পারবে। 

বিআরটি প্রকল্প পরিদর্শনকালে সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন সেতু সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী সবুজ খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত