গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকেলে উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। উদ্ধার করা জমির পরিমাণ ২৪২ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।
উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তাঁকে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মু. আশরাফ হোসেনসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। উদ্ধার করা জমিতে স্থানীয়দের খেলার মাঠ ও একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের সামাজিক পরিবেশ উন্নয়ন, এলাকার অপরাধ প্রবণতা বৃদ্ধি রোধকল্পে এই অভিযান চালানো হয়। এটি শুধু অবৈধ দখলদারত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক কল্যাণমূলক কাজের সূচনার যাত্রা।
শরফ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার জমিতে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এবং তাদের জন্য একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।’
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দিক বিবেচনায় রেখে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জন্য ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
গাজীপুর মহানগরীর টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকেলে উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। উদ্ধার করা জমির পরিমাণ ২৪২ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।
উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তাঁকে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মু. আশরাফ হোসেনসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। উদ্ধার করা জমিতে স্থানীয়দের খেলার মাঠ ও একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের সামাজিক পরিবেশ উন্নয়ন, এলাকার অপরাধ প্রবণতা বৃদ্ধি রোধকল্পে এই অভিযান চালানো হয়। এটি শুধু অবৈধ দখলদারত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক কল্যাণমূলক কাজের সূচনার যাত্রা।
শরফ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার জমিতে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এবং তাদের জন্য একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।’
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দিক বিবেচনায় রেখে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জন্য ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে