শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে দেওয়া হচ্ছে মাটি। সেই সঙ্গে এতে মেশানো সুরকির মান খুবই খারাপ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে শ্রীপুর পৌরসভার লোহাগাছ থেকে রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। ৪ কোটি ৩০ লাখ টাকার এ কাজের দরপত্র হয় তিন বছর আগে। কিন্তু বন বিভাগের বাধার মুখে কাজ বন্ধ ছিল। এখন এক সপ্তাহ ধরে কাজ চলছে। এটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বিমান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির।
সরেজমিনে দেখা গেছে, বালুর নাম করে ট্রাকে আনা হচ্ছে কালো রঙের মাটি। এর সঙ্গে অর্ধেক এক নম্বর ইটের সুরকি দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে খুবই কম এবং মানও খারাপ। এই মিশ্রণ সড়কে ফেলে রোলার মেশিন দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আয়ুব আলী বলেন, ‘এই রাস্তার জন্য আমরা বহু বছর অনেক কষ্ট করছি। বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি এবং বহুবার মানববন্ধন করেছি। বন বিভাগের বাধার কারণে রাস্তার কাজ বন্ধ ছিল। এখন নতুন করে কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি। কিন্তু এটা কী দেখছি। আগে কাদামাটি ঠেলে যাতায়াত করেছি। এখন যে রাস্তা হচ্ছে, তা এক মাসও যাবে না। রাস্তায় যে বালু দেওয়া হচ্ছে, এমন বালু কোনো দিন দেখিনি।’
বিন্দুবাড়ি গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির সভাপতি শাহজাহান ফকির এই কাজ করছেন। আমরা ওনাকে ফোন করে জানিয়েছি, কিন্তু তবুও কাজ চলেছে। পরে উপজেলা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি কাজ বন্ধ করতে। এরপর আমরা সবাই মিলে চাপ সৃষ্টি করলে কাজ বন্ধ হয়।’
সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আব্দুস সামাদ পত্তনদার, এলজিইডি শ্রীপুরের প্রকৌশলী
এ নিয়ে কথা হলে রাস্তার কাজের সাব-কন্ট্রাক্টর আব্দুর রহমান বলেন, ‘এই বালুর রং একটু কালো। সুরকিও দেওয়া হয়েছে। চালুনি দিয়ে চালার পর সুরকি বের হবে। বালুর রং এমন কেন বলতে পারব না।’
জানতে চাইলে ঠিকাদার শাহজাহান বলেন, ‘আমার অগোচরে ৩-৪টি বালুর গাড়িতে একটু নিম্নমানের বালু দেওয়া হয়েছে। আমি জানতে পারছি। সেগুলো সরিয়ে বালু দিয়ে নির্মাণকাজ করা হবে। আমি বলতে পারি, সড়কে ১০০ ভাগ কাজ ভালো হবে।’
যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্রীপুরের প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, ‘বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারকে ফোন দিয়ে কাজ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে দেওয়া হচ্ছে মাটি। সেই সঙ্গে এতে মেশানো সুরকির মান খুবই খারাপ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে গতকাল বৃহস্পতিবার কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে শ্রীপুর পৌরসভার লোহাগাছ থেকে রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। ৪ কোটি ৩০ লাখ টাকার এ কাজের দরপত্র হয় তিন বছর আগে। কিন্তু বন বিভাগের বাধার মুখে কাজ বন্ধ ছিল। এখন এক সপ্তাহ ধরে কাজ চলছে। এটি পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বিমান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির।
সরেজমিনে দেখা গেছে, বালুর নাম করে ট্রাকে আনা হচ্ছে কালো রঙের মাটি। এর সঙ্গে অর্ধেক এক নম্বর ইটের সুরকি দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে খুবই কম এবং মানও খারাপ। এই মিশ্রণ সড়কে ফেলে রোলার মেশিন দিয়ে চাপা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আয়ুব আলী বলেন, ‘এই রাস্তার জন্য আমরা বহু বছর অনেক কষ্ট করছি। বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি এবং বহুবার মানববন্ধন করেছি। বন বিভাগের বাধার কারণে রাস্তার কাজ বন্ধ ছিল। এখন নতুন করে কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি। কিন্তু এটা কী দেখছি। আগে কাদামাটি ঠেলে যাতায়াত করেছি। এখন যে রাস্তা হচ্ছে, তা এক মাসও যাবে না। রাস্তায় যে বালু দেওয়া হচ্ছে, এমন বালু কোনো দিন দেখিনি।’
বিন্দুবাড়ি গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির সভাপতি শাহজাহান ফকির এই কাজ করছেন। আমরা ওনাকে ফোন করে জানিয়েছি, কিন্তু তবুও কাজ চলেছে। পরে উপজেলা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি কাজ বন্ধ করতে। এরপর আমরা সবাই মিলে চাপ সৃষ্টি করলে কাজ বন্ধ হয়।’
সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আব্দুস সামাদ পত্তনদার, এলজিইডি শ্রীপুরের প্রকৌশলী
এ নিয়ে কথা হলে রাস্তার কাজের সাব-কন্ট্রাক্টর আব্দুর রহমান বলেন, ‘এই বালুর রং একটু কালো। সুরকিও দেওয়া হয়েছে। চালুনি দিয়ে চালার পর সুরকি বের হবে। বালুর রং এমন কেন বলতে পারব না।’
জানতে চাইলে ঠিকাদার শাহজাহান বলেন, ‘আমার অগোচরে ৩-৪টি বালুর গাড়িতে একটু নিম্নমানের বালু দেওয়া হয়েছে। আমি জানতে পারছি। সেগুলো সরিয়ে বালু দিয়ে নির্মাণকাজ করা হবে। আমি বলতে পারি, সড়কে ১০০ ভাগ কাজ ভালো হবে।’
যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শ্রীপুরের প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, ‘বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারকে ফোন দিয়ে কাজ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরেজমিনে দেখা যায়, নির্মাণসামগ্রী খুবই নিম্নমানের। এ জন্য চূড়ান্তভাবে কাজ বন্ধ করা হয়। ঠিকাদারকে নিম্নমানের মালপত্র সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে