গাজীপুর প্রতিনিধি
সৌদি আরব থেকে উমরা পালন করে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৪ এর বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায়ই জামিন মঞ্জুর করেন।
রাকিব সরকারের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাকিব সরকার মামলার খবর জানার পরে দেশে ফিরে আসেন। পরে আজ সোমবার বেলা দেড়টার দিকে তিনি গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুমের আদালতে আত্মসমর্থন করে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেই জামিন আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে ২ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।
তিনি আরও জানান, মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
রাকিবের আইনজীবী আরও জানান, চাঁদাবাজি ও মারামারির ঘটনার সময় রাকিব সরকার ও মাহিয়া মাহি দেশের বাইরে ছিলেন। আলোচিত সম্পত্তি নিয়ে সিভিল ডিসপোট আছে। এই সিভিল ডিসপোটকে কেন্দ্র করে মামলার উৎপত্তি হয়েছে। যে জমি নিয়ে ঘটনা সেই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। এসব কারণে আদালত প্রথম মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন প্রসঙ্গে এই আইনজীবী বলেন, তাদের জমি দখলের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। রাকিব সরকার বিদেশে থাকার কারণে উপায়ান্তর না দেখে ফেসবুকে লাইভে আসেন। তার লাইভ দেখে রাকিব সরকারের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর সম্পত্তি রক্ষা করেন।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার জন্য তিনি ফেসবুকে লাইভ করেননি। তিনি ফেসবুকে লাইভ করেছিলেন মূলত তাঁর সম্পত্তি রক্ষা করার জন্য।
জামিন শুনানির সময় রাকিব সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকারসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় রাকিব সরকারের মালিকানাধীন একটি শুরুমে হামলার ঘটনায় ফেসবুকে লাইভ করেন চিত্র নায়িাকা মাহিয়া মাহি সরকার। এতে তিনি শোরুমে হামলার পাশাপাশি মহানগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় বিকেলে সাংবাদিক সম্মেলনে স্থানীয় ইসমাইল হোসেন রাকিব সরকারের বিরুদ্ধে তাঁর জমি দখলের অভিযোগ করেন। পরে রাতে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে কোটি টাকার জমি দখল ও জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় মাহি ও তাঁর স্বামী রকিব সরকারসহ ২৮ জনকে আসামি করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এই মামলাটি করেন।
সৌদি আরব থেকে দেশে ফিরলে পরে গত শনিবার পৌনে ১২টার দিকে পুলিশ মাহিয়া মাহিকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে। মাহিকে গ্রেপ্তারের ২ ঘন্টা পর তাঁকে আদালতে তোলা হয়। প্রথমবার শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর ৫ ঘন্টার রুদ্ধশ্বাস ও নানা নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় একই আদালত মাহির জামিন মঞ্জর করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহি গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
সৌদি আরব থেকে উমরা পালন করে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৪ এর বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায়ই জামিন মঞ্জুর করেন।
রাকিব সরকারের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাকিব সরকার মামলার খবর জানার পরে দেশে ফিরে আসেন। পরে আজ সোমবার বেলা দেড়টার দিকে তিনি গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুমের আদালতে আত্মসমর্থন করে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেই জামিন আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে ২ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন।
তিনি আরও জানান, মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
রাকিবের আইনজীবী আরও জানান, চাঁদাবাজি ও মারামারির ঘটনার সময় রাকিব সরকার ও মাহিয়া মাহি দেশের বাইরে ছিলেন। আলোচিত সম্পত্তি নিয়ে সিভিল ডিসপোট আছে। এই সিভিল ডিসপোটকে কেন্দ্র করে মামলার উৎপত্তি হয়েছে। যে জমি নিয়ে ঘটনা সেই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। এসব কারণে আদালত প্রথম মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন প্রসঙ্গে এই আইনজীবী বলেন, তাদের জমি দখলের ঘটনাকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। রাকিব সরকার বিদেশে থাকার কারণে উপায়ান্তর না দেখে ফেসবুকে লাইভে আসেন। তার লাইভ দেখে রাকিব সরকারের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁর সম্পত্তি রক্ষা করেন।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার জন্য তিনি ফেসবুকে লাইভ করেননি। তিনি ফেসবুকে লাইভ করেছিলেন মূলত তাঁর সম্পত্তি রক্ষা করার জন্য।
জামিন শুনানির সময় রাকিব সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকারসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় রাকিব সরকারের মালিকানাধীন একটি শুরুমে হামলার ঘটনায় ফেসবুকে লাইভ করেন চিত্র নায়িাকা মাহিয়া মাহি সরকার। এতে তিনি শোরুমে হামলার পাশাপাশি মহানগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় বিকেলে সাংবাদিক সম্মেলনে স্থানীয় ইসমাইল হোসেন রাকিব সরকারের বিরুদ্ধে তাঁর জমি দখলের অভিযোগ করেন। পরে রাতে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তাঁর স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে কোটি টাকার জমি দখল ও জমিতে কাজ করতে গেলে বাধা প্রদান ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন স্থানীয় ইসমাইল হোসেন। এ মামলায় মাহি ও তাঁর স্বামী রকিব সরকারসহ ২৮ জনকে আসামি করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এই মামলাটি করেন।
সৌদি আরব থেকে দেশে ফিরলে পরে গত শনিবার পৌনে ১২টার দিকে পুলিশ মাহিয়া মাহিকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে। মাহিকে গ্রেপ্তারের ২ ঘন্টা পর তাঁকে আদালতে তোলা হয়। প্রথমবার শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর ৫ ঘন্টার রুদ্ধশ্বাস ও নানা নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় একই আদালত মাহির জামিন মঞ্জর করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহি গাজীপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে