গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বন্ধ ঘোষণা করা দুইটি তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
কারখানা শ্রমিকেরা জানান, শ্রমিক অসন্তুষ্টি কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুসারে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকেরা তা মেনে নেয়নি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা পুনরায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকেরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায়।
জানা যায়, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে।
সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ীতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
যানজটে আটকে থাকা টাঙ্গাইলগামী যাত্রী আবুল কাশেম বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে জ্যামে আটকা আছি। যাত্রী সবাই নেমে গেছে। এলাকায় গিয়ে কোনো কাজ করতে পারব না।
পিকআপ ভ্যানচালক শফিকুল বলেন, ‘আমি প্রায় আড়াই ঘণ্টা যাবৎ বসে আছি। গাড়িতে কাঁচামাল রয়েছে। সময়মতো যেতে না পারলে এ সব পণ্য নষ্ট হয়ে যাবে। আড়ত থেকে বারবার ফোন দিচ্ছ।
পথচারী আয়েশা বলেন, ছোট বাচ্চা নিয়ে পায়ে হেঁটে আসতেছি। আন্দোলন করবে তারা, ভোগান্তি আমাদের।
গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানাটা অভ্যন্তরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের আলোচনা চলছে। শ্রমিকদের দাবিগুলো নিরসন করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বন্ধ ঘোষণা করা দুইটি তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এম এম নীটওয়্যার লিমিটেড ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
কারখানা শ্রমিকেরা জানান, শ্রমিক অসন্তুষ্টি কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুসারে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকেরা তা মেনে নেয়নি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা পুনরায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকেরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায়।
জানা যায়, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা দায়ের করে।
সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ীতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকেরা।
যানজটে আটকে থাকা টাঙ্গাইলগামী যাত্রী আবুল কাশেম বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে জ্যামে আটকা আছি। যাত্রী সবাই নেমে গেছে। এলাকায় গিয়ে কোনো কাজ করতে পারব না।
পিকআপ ভ্যানচালক শফিকুল বলেন, ‘আমি প্রায় আড়াই ঘণ্টা যাবৎ বসে আছি। গাড়িতে কাঁচামাল রয়েছে। সময়মতো যেতে না পারলে এ সব পণ্য নষ্ট হয়ে যাবে। আড়ত থেকে বারবার ফোন দিচ্ছ।
পথচারী আয়েশা বলেন, ছোট বাচ্চা নিয়ে পায়ে হেঁটে আসতেছি। আন্দোলন করবে তারা, ভোগান্তি আমাদের।
গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। কারখানাটা অভ্যন্তরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের আলোচনা চলছে। শ্রমিকদের দাবিগুলো নিরসন করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই সমাধান হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে