কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় সমাবেশ। এর আগে সমাবেশের জন্য তৈরি করা হয় একটি অস্থায়ী মঞ্চ। আর ওই মঞ্চে একের পর এক অতিথি উঠতে থাকেন।
বেলা ১১টার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর সঙ্গে কিছু নেতা কর্মী ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় নেতা কর্মীরা ছোটাছুটি করে মঞ্চ থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ভেঙে পড়ায় মঞ্চের সামনে চেয়ার সাজিয়ে সমাবেশ শুরু হয়।
ঘটনাটি ঘটে আজ সোমবার গাজীপুরের কাপাসিয়া পুরোনো ধান বাজারে। তৃণমূলকে সুসংগঠিত করতে উপজেলায় কৃষক লীগের এ সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন–সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন–কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।
বক্তা ছিলেন–কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য রুমানা আলী টুসি, সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মো. আহসান হাবিব।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সুলতান উদ্দিন শেখ, সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারী।
সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার বিষয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী আজকের পত্রিকাকে বলেন, সমাবেশস্থল ছোট হওয়ায় মঞ্চটিও ছিল ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতা কর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে।’ তাতে কেউ আহত হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, ‘মঞ্চের বাঁশগুলোর টেম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়।’
সমাবেশ শেষে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব এলাকায় কুহু নামের পাখির অরণ্যে প্রায় তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
প্রসঙ্গত, এর আগে ছাত্রলীগের এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।
সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় সমাবেশ। এর আগে সমাবেশের জন্য তৈরি করা হয় একটি অস্থায়ী মঞ্চ। আর ওই মঞ্চে একের পর এক অতিথি উঠতে থাকেন।
বেলা ১১টার দিকে মঞ্চে ওঠেন সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তাঁর সঙ্গে কিছু নেতা কর্মী ওঠার কিছুক্ষণের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় নেতা কর্মীরা ছোটাছুটি করে মঞ্চ থেকে নেমে পড়েন।
তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ভেঙে পড়ায় মঞ্চের সামনে চেয়ার সাজিয়ে সমাবেশ শুরু হয়।
ঘটনাটি ঘটে আজ সোমবার গাজীপুরের কাপাসিয়া পুরোনো ধান বাজারে। তৃণমূলকে সুসংগঠিত করতে উপজেলায় কৃষক লীগের এ সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন–সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন–কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।
বক্তা ছিলেন–কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য রুমানা আলী টুসি, সহসভাপতি এসএম আকবর আলী চৌধুরী, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মো. আহসান হাবিব।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সুলতান উদ্দিন শেখ, সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারী।
সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার বিষয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী আজকের পত্রিকাকে বলেন, সমাবেশস্থল ছোট হওয়ায় মঞ্চটিও ছিল ছোট। তাই ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি নেতা কর্মী উঠে পড়ায় মঞ্চটি হালকা ভেঙে পড়ে।’ তাতে কেউ আহত হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, ‘মঞ্চের বাঁশগুলোর টেম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়।’
সমাবেশ শেষে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব এলাকায় কুহু নামের পাখির অরণ্যে প্রায় তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
প্রসঙ্গত, এর আগে ছাত্রলীগের এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়ে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে