গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া পরিশোধ ও বন্ধঘোষিত কারখানা চালুর দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। পরে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকেরা বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন।
পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানায় ৮২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই ৭ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রথম দিনের আন্দোলনের পরও মালিকপক্ষ দাবি না মানায় আজ সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবারও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানার শ্রমিক শাহিন অভিযোগ করেন, মালিকপক্ষ আগেও কাজ করানোর পর নিয়মিত বেতন দিত না। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপারেলস প্লাস ইকো কারখানার সম্মেলনকক্ষে মালিকের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম শাহিন, গ্রুপ পরিচালক, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ, শিল্প পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা আলোচনার পর ত্রিপক্ষীয় সমঝোতা হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।
সমঝোতা চুক্তির শর্তগুলো হলো ডিসেম্বরের বকেয়া বেতন ২০ ফেব্রুয়ারি এবং জানুয়ারির বকেয়া বেতন আগামী ১৭ মার্চ পরিশোধ করা হবে। শ্রমিকদের বকেয়া বোনাসের টাকা আগামী ঈদুল ফিতরের আগে পরিশোধ করা হবে। কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। অর্জিত ছুটির টাকা আলোচনা করে পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সবার উপস্থিতিতে আলোচনার পর মালিক ও শ্রমিক উভয় পক্ষ কয়েকটি শর্তে সমঝোতায় উপনীত হয়েছে।
গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া পরিশোধ ও বন্ধঘোষিত কারখানা চালুর দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। পরে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকেরা বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন।
পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানায় ৮২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই ৭ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রথম দিনের আন্দোলনের পরও মালিকপক্ষ দাবি না মানায় আজ সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবারও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানার শ্রমিক শাহিন অভিযোগ করেন, মালিকপক্ষ আগেও কাজ করানোর পর নিয়মিত বেতন দিত না। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপারেলস প্লাস ইকো কারখানার সম্মেলনকক্ষে মালিকের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম শাহিন, গ্রুপ পরিচালক, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ, শিল্প পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা আলোচনার পর ত্রিপক্ষীয় সমঝোতা হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।
সমঝোতা চুক্তির শর্তগুলো হলো ডিসেম্বরের বকেয়া বেতন ২০ ফেব্রুয়ারি এবং জানুয়ারির বকেয়া বেতন আগামী ১৭ মার্চ পরিশোধ করা হবে। শ্রমিকদের বকেয়া বোনাসের টাকা আগামী ঈদুল ফিতরের আগে পরিশোধ করা হবে। কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। অর্জিত ছুটির টাকা আলোচনা করে পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সবার উপস্থিতিতে আলোচনার পর মালিক ও শ্রমিক উভয় পক্ষ কয়েকটি শর্তে সমঝোতায় উপনীত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে