নাঈমুল হাসান, টঙ্গী (গাজীপুর)
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক ওরফে জি এস স্বপন তাঁর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাঁকে মামলায় ফাঁসিয়েছেন।
মামলার আসামিদের চেনেন কি না, এমন প্রশ্নে বাদী শিলা আক্তার বলেন, ‘এ বিষয়ে স্বপন (জিয়াউল হক) ভাইয়ের সঙ্গে কথা বলেন।’
স্থানীয় ও দলীয় সূত্র বলেছে, জিয়াউল হক ওরফে জি এস স্বপন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তবে বর্তমানে কোনো দলীয় পদে নেই। তিনি টঙ্গীর লেদুমোল্লা রোড এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে। পেশায় আইনজীবী এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য। দলীয় পদে না থাকলেও তিনি এলাকায় আধিপত্য দেখান বিএনপির পরিচয়েই। টঙ্গী পূর্ব থানার তথ্য বলছে, জিয়াউলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে। দুই মামলাতেই তিনি জামিনে আছেন।
স্থানীয় সূত্র আরও বলেছে, আওয়ামী লীগ শাসনামলে জিয়াউল পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ ব্যক্তি পরিচয়ে চাঁদাবাজি করতেন। তাঁকে প্রায়ই দেখা যেত গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গেও। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টেছেন তিনি। ‘চাঁদা বাণিজ্যের’ নতুন কৌশলও উদ্ভাবন করেছেন। এখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন থানায় মামলা দিয়ে আসামিদের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উত্তরা পূর্ব থানায় ৭ এপ্রিল করা হত্যাচেষ্টা মামলার বিষয়ে জানতে চাইলে এ মামলার ১৬৫ নম্বর আসামি মুরাদ হোসেন বকুল বলেন, ‘আমি পেশায় দলিল লেখক এবং টঙ্গীর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। কয়েক মাস আগে আমি স্থানীয় আওয়ামী লীগ সমর্থক রশিদ মোল্লার জমিসংক্রান্ত বিষয়ে কাজ করে দিই। এর জেরে স্বপন আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত এপ্রিলে আমাকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে উত্তরা পূর্ব থানায় মামলাটি করান। টাকা দিলে মামলা থেকে আমার নাম বাদ দেবেন বলে জানিয়েছেন।’
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, মুরাদ হোসেন বকুল ২০২৩ সালে গঠন করা টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটিতে ‘সদস্য’ পদে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল আলম তালুকদার বলেন, প্রতিটি আসামির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে কারও সংশ্লিষ্টতা না পেলে তদন্ত শেষে নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে শুধু মুরাদ হোসেনই নন, চাঁদা না দেওয়ায় জিয়াউল অনেককেই মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের একজন টঙ্গীর দত্তপাড়া এলাকার বাসিন্দা কবির হোসেন। পেশায় ঠিকাদার। গত ৫ জুলাই স্থানীয় একটি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কৌশলে তাঁর আইফোন ও নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নেন স্বপন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশি জেরায় মোবাইল ফোন ফেরত দিতে বাধ্য হন জিয়াউল। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন আইফোন কিনে দিতে ওই ঠিকাদারকে চাপ দেন তিনি। কবির রাজি হননি। এরপর উত্তরা পূর্ব থানার একটি মামলায় আসামি করা হয় তাঁকে। ঠিকাদার কবিরকে মোবাইল ফোনে জিয়াউলের হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ফেসবুকেও ছড়িয়েছে।
টঙ্গীর ব্যবসায়ী হামিদ মোল্লা অভিযোগ করেন, জিয়াউল তাঁর কাছেও চাঁদা দাবি করেছিলেন। না পেয়ে তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের ছেলে সাদ মোল্লাকে ১৯ বছর বয়সী কলেজশিক্ষার্থী ও ছাত্রলীগ সদস্য বানিয়ে মামলায় ফাঁসিয়েছেন তিনি। হামিদ মোল্লার বিরুদ্ধেও টঙ্গী পূর্ব থানায় একটি, রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় চারটি মামলা হয়েছে। হামিদ মোল্লার অভিযোগ, চাঁদা না পেয়ে জিয়াউল লোকজন পাঠিয়ে তাঁর বাড়িতে গুলি চালিয়েছেন।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক হানিফ উদ্দিন, পরিদর্শক আবু জাফর আহম্মেদ, টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল, গাছা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনির হোসেন অভিযোগ করেছেন, চাঁদা না পেয়ে তাঁদের বিরুদ্ধেও মামলা করিয়েছেন জিয়াউল।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকার রড ব্যবসায়ী মো. কামাল ও তাঁর ছেলে মাসুদ রানা এবং জাপান স্টিল নামের অপর একটি প্রতিষ্ঠানের মালিক মো. নূরানীও অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় আসামি করে তাঁদের কাছ থেকে টাকা আদায় করেছেন জিয়াউল। জনপ্রতি ২০ হাজার টাকা করে নিয়ে ‘মামলার বাদী আসামিদের চেনেন না’ উল্লেখ করে হলফনামা করে আদালতে পেশ করেন তিনি।
তবে মামলা দিয়ে চাঁদাবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে জিয়াউল হক বলেন, ‘আমি পেশায় আইনজীবী। কাউকে (আসামি বা বাদী) ন্যায্যভাবে আইনি সুবিধা পাইয়ে দিতে আমার আইনগত বৈধতা রয়েছে। টাকা না পেয়ে মামলায় আসামি করার বিষয়টি মিথ্যা। মামলায় আসামি হিসেবে থাকা শিক্ষকেরা সবাই আওয়ামী লীগ করতেন। এদের মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা হয়েছে।’
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার জাহান বীথি (মোবাইল ফোনে) বলেন, ‘মামলায় আসামি করে টাকা আদায়ের বিষয়ে আমার জানা নেই। জিয়াউলের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নেব।’
গাজীপুর মহানগরী পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় আসামি করে টাকা আদায়ের বিষয়টি জেনেছি। জিয়াউল হকের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি জামিনে রয়েছেন। মামলা দুটি তদন্তাধীন।’
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক ওরফে জি এস স্বপন তাঁর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাঁকে মামলায় ফাঁসিয়েছেন।
মামলার আসামিদের চেনেন কি না, এমন প্রশ্নে বাদী শিলা আক্তার বলেন, ‘এ বিষয়ে স্বপন (জিয়াউল হক) ভাইয়ের সঙ্গে কথা বলেন।’
স্থানীয় ও দলীয় সূত্র বলেছে, জিয়াউল হক ওরফে জি এস স্বপন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তবে বর্তমানে কোনো দলীয় পদে নেই। তিনি টঙ্গীর লেদুমোল্লা রোড এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে। পেশায় আইনজীবী এবং গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য। দলীয় পদে না থাকলেও তিনি এলাকায় আধিপত্য দেখান বিএনপির পরিচয়েই। টঙ্গী পূর্ব থানার তথ্য বলছে, জিয়াউলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে। দুই মামলাতেই তিনি জামিনে আছেন।
স্থানীয় সূত্র আরও বলেছে, আওয়ামী লীগ শাসনামলে জিয়াউল পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ ব্যক্তি পরিচয়ে চাঁদাবাজি করতেন। তাঁকে প্রায়ই দেখা যেত গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গেও। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টেছেন তিনি। ‘চাঁদা বাণিজ্যের’ নতুন কৌশলও উদ্ভাবন করেছেন। এখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন থানায় মামলা দিয়ে আসামিদের কাছ থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উত্তরা পূর্ব থানায় ৭ এপ্রিল করা হত্যাচেষ্টা মামলার বিষয়ে জানতে চাইলে এ মামলার ১৬৫ নম্বর আসামি মুরাদ হোসেন বকুল বলেন, ‘আমি পেশায় দলিল লেখক এবং টঙ্গীর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক। কয়েক মাস আগে আমি স্থানীয় আওয়ামী লীগ সমর্থক রশিদ মোল্লার জমিসংক্রান্ত বিষয়ে কাজ করে দিই। এর জেরে স্বপন আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত এপ্রিলে আমাকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে উত্তরা পূর্ব থানায় মামলাটি করান। টাকা দিলে মামলা থেকে আমার নাম বাদ দেবেন বলে জানিয়েছেন।’
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, মুরাদ হোসেন বকুল ২০২৩ সালে গঠন করা টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটিতে ‘সদস্য’ পদে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল আলম তালুকদার বলেন, প্রতিটি আসামির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে কারও সংশ্লিষ্টতা না পেলে তদন্ত শেষে নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে শুধু মুরাদ হোসেনই নন, চাঁদা না দেওয়ায় জিয়াউল অনেককেই মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের একজন টঙ্গীর দত্তপাড়া এলাকার বাসিন্দা কবির হোসেন। পেশায় ঠিকাদার। গত ৫ জুলাই স্থানীয় একটি মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে কৌশলে তাঁর আইফোন ও নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নেন স্বপন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশি জেরায় মোবাইল ফোন ফেরত দিতে বাধ্য হন জিয়াউল। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন আইফোন কিনে দিতে ওই ঠিকাদারকে চাপ দেন তিনি। কবির রাজি হননি। এরপর উত্তরা পূর্ব থানার একটি মামলায় আসামি করা হয় তাঁকে। ঠিকাদার কবিরকে মোবাইল ফোনে জিয়াউলের হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ফেসবুকেও ছড়িয়েছে।
টঙ্গীর ব্যবসায়ী হামিদ মোল্লা অভিযোগ করেন, জিয়াউল তাঁর কাছেও চাঁদা দাবি করেছিলেন। না পেয়ে তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের ছেলে সাদ মোল্লাকে ১৯ বছর বয়সী কলেজশিক্ষার্থী ও ছাত্রলীগ সদস্য বানিয়ে মামলায় ফাঁসিয়েছেন তিনি। হামিদ মোল্লার বিরুদ্ধেও টঙ্গী পূর্ব থানায় একটি, রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় চারটি মামলা হয়েছে। হামিদ মোল্লার অভিযোগ, চাঁদা না পেয়ে জিয়াউল লোকজন পাঠিয়ে তাঁর বাড়িতে গুলি চালিয়েছেন।
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক হানিফ উদ্দিন, পরিদর্শক আবু জাফর আহম্মেদ, টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল, গাছা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনির হোসেন অভিযোগ করেছেন, চাঁদা না পেয়ে তাঁদের বিরুদ্ধেও মামলা করিয়েছেন জিয়াউল।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকার রড ব্যবসায়ী মো. কামাল ও তাঁর ছেলে মাসুদ রানা এবং জাপান স্টিল নামের অপর একটি প্রতিষ্ঠানের মালিক মো. নূরানীও অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় আসামি করে তাঁদের কাছ থেকে টাকা আদায় করেছেন জিয়াউল। জনপ্রতি ২০ হাজার টাকা করে নিয়ে ‘মামলার বাদী আসামিদের চেনেন না’ উল্লেখ করে হলফনামা করে আদালতে পেশ করেন তিনি।
তবে মামলা দিয়ে চাঁদাবাণিজ্যের অভিযোগ অস্বীকার করে জিয়াউল হক বলেন, ‘আমি পেশায় আইনজীবী। কাউকে (আসামি বা বাদী) ন্যায্যভাবে আইনি সুবিধা পাইয়ে দিতে আমার আইনগত বৈধতা রয়েছে। টাকা না পেয়ে মামলায় আসামি করার বিষয়টি মিথ্যা। মামলায় আসামি হিসেবে থাকা শিক্ষকেরা সবাই আওয়ামী লীগ করতেন। এদের মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা হয়েছে।’
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিনা আক্তার জাহান বীথি (মোবাইল ফোনে) বলেন, ‘মামলায় আসামি করে টাকা আদায়ের বিষয়ে আমার জানা নেই। জিয়াউলের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা নেব।’
গাজীপুর মহানগরী পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় আসামি করে টাকা আদায়ের বিষয়টি জেনেছি। জিয়াউল হকের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি জামিনে রয়েছেন। মামলা দুটি তদন্তাধীন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে