Ajker Patrika

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে একজন নিহত

প্রতিনিধি
টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে একজন নিহত

টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে কবির হোসেন (৩৮) নামের একজন মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ছয়টার দিকে টঙ্গীর ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত কবির হোসেন ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সংরক্ষণ বিভাগের সহকারী পদে কর্মরত ছিলেন। বিকেলে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, বৈদ্যুতিক কাজ করতে গিয়ে কবির হোসেন বিদ্যুতায়িত হন।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত ) দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত