গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানে ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠানে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরশহরের টেংরা মোড়ে এর আয়োজন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
তবে পুলিশ বলছে, অনুষ্ঠানস্থলে কোনো ঝামেলা হতে পারে এমন শঙ্কায় কোনো ইনডোরে তাদের প্রোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এটি সত্য নয়। তবে এ অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতিও ছিল না।
কেন্দ্রীয় বিএনপি সারা দেশে সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের নির্দেশ দেয়। তার অংশ হিসাবে পৌর বিএনপি এর আয়োজন করে।
পৌর বিএনপির সভাপতি শেখ মারুফ আহম্মেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ অতিথি থাকার কথা ছিল গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির অংশ হিসাবে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।
এটি পূর্ব নির্ধারিত ঘোষিত অনুষ্ঠান। পরে পুলিশ আজ অনুষ্ঠান করতে নিষেধ করে। পরে নিরুপায় হয়ে দুস্থদের জন্য রান্না করা খাবারগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। পরে সেখানেই ছোট পরিসরে দোয়ার আয়োজন করা হয়।’
কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের মত একটি ভালো কাজও পুলিশের বাধায় বন্ধ করতে হল। এটা প্রমাণ করে দেশে কোনো বাক স্বাধীনতা নাই।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘অনুষ্ঠান স্থলে নানা কারণে গ্যাঞ্জাম হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে, এমন শঙ্কায় তাদের কোনো ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করতে বলা হয়েছে।’
তিনি দাবি করেন এমন সভা সেমিনার করতে পুলিশের অনুমতি দরকার হলেও তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। তবে তিনি অুষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করেন।
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানে ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠানে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরশহরের টেংরা মোড়ে এর আয়োজন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
তবে পুলিশ বলছে, অনুষ্ঠানস্থলে কোনো ঝামেলা হতে পারে এমন শঙ্কায় কোনো ইনডোরে তাদের প্রোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এটি সত্য নয়। তবে এ অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতিও ছিল না।
কেন্দ্রীয় বিএনপি সারা দেশে সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের নির্দেশ দেয়। তার অংশ হিসাবে পৌর বিএনপি এর আয়োজন করে।
পৌর বিএনপির সভাপতি শেখ মারুফ আহম্মেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ অতিথি থাকার কথা ছিল গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির অংশ হিসাবে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।
এটি পূর্ব নির্ধারিত ঘোষিত অনুষ্ঠান। পরে পুলিশ আজ অনুষ্ঠান করতে নিষেধ করে। পরে নিরুপায় হয়ে দুস্থদের জন্য রান্না করা খাবারগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। পরে সেখানেই ছোট পরিসরে দোয়ার আয়োজন করা হয়।’
কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের মত একটি ভালো কাজও পুলিশের বাধায় বন্ধ করতে হল। এটা প্রমাণ করে দেশে কোনো বাক স্বাধীনতা নাই।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘অনুষ্ঠান স্থলে নানা কারণে গ্যাঞ্জাম হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে, এমন শঙ্কায় তাদের কোনো ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করতে বলা হয়েছে।’
তিনি দাবি করেন এমন সভা সেমিনার করতে পুলিশের অনুমতি দরকার হলেও তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। তবে তিনি অুষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫