Ajker Patrika

টঙ্গীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

গাজীপুরের টঙ্গীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল এগারোটার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম ইদ্রিস ফকির (৫৫)। সে ফরিদপুর জেলার সদরপুর থানার মুন্সীগ্রামের মৃত কাদের ফকিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইদ্রিস ও শিশুটির পরিবার পাশাপাশি ভাড়া বাসায় বাস করতেন। মঙ্গলবার সকালে দোকান থেকে চিপস কিনে বাসায় ফেরার পথে শিশুটিকে ডেকে নিজ ঘরে নিয়ে যায় ইদ্রিস। সেখানে ধর্ষণের চেষ্টাকালে শিশুটির চিৎকারে শিশুটির ভাই এগিয়ে গেলে ইদ্রিস পালিয়ে যায়। পরে বিকেলে শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, ‘ধর্ষণের চেষ্টার অভিযোগে ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানা মামলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত