প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার রামডাকুয়ায় তিস্তা নদীর ওপর নির্মিত সেই সেতুর সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে এতে সন্তুষ্ট নয় দুই পাড়ের লোকজন।
এর আগে গত মঙ্গলবার ‘সেতু উদ্বোধনের আগেই ধস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক আজকের পত্রিকায়। বিষয়টি নজরে এলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কর্তারা। পরে সেটি সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তাঁরা।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘দৈনিকটিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। পরে দ্রুত ঘটনাস্থলে যাই এবং সবকিছু দেখে দ্রুত সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে মেরামত করতে নির্দেশ দিই। ইতিমধ্যেসংস্কার কাজ শুরু করেছেন তাঁরা।’
এ প্রকৌশলী বলেন, ‘সংযোগ সড়কের স্লোপ যে পরিমাণ লম্বা দেওয়ার কথা ছিল, তা দিতে পারিনি আমরা। পাশের জমির মালিকেরা এতে অসহযোগিতা করেছেন। যে কারণে আজ এ অবস্থা। সংস্কার কাজ চলছে, দেখি কি হয়।
সংস্কার কাজে নিয়োজিত মিস্ত্রি মামুনুর রশীদ নিলু বলেন, ‘ধসে যাওয়া অংশটুকুই মেরামত করতে বলা হয়েছে আমাদের। এতে সংযোগ সড়কে ঝুঁকি থেকেই গেল।’
স্থানীয় প্রভাষক আশরাফুল ইসলাম খন্দকার বলেন, কাজের শুরুতেই তাঁরা ভুল করেছেন। সংযোগ সড়ক রক্ষায় দু’পাশে থাকা রক্ষী দেয়াল দুটিতে টানা দেওয়া উচিত ছিল। এখনই সেগুলো হেলে পড়েছে। আবার কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ভরা বর্ষায় তাঁরা এ সেতু ব্যবহার করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় পড়েছেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে সেতুর নির্মাণকাজ শুরু করে এলজিইডি। এ কাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান পুরকৌশল প্রযুক্তি লিমিটেড। পিসি গার্ডার সেতুটি দুই পাশের সংযোগ সড়কসহ ৯৬ মিটার লম্বা। নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৪৪৪ টাকা। গত মার্চ-এপ্রিলে এর নির্মাণকাজ শেষ হলেও এখনো উদ্বোধন করা হয়নি ।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বেলকা, হরিপুর, তারাপুর ইউনিয়নসহ পাশের কুড়িগ্রামের উলিপুর ও চিলমারির প্রায় ২০ গ্রামের লোকজন চলাচল করেন তিস্তার এ শাখা নদী দিয়ে।
সেতু না থাকায় কখনো নৌকা, বাঁশের বা কাঠের সাঁকো দিয়ে চলাচল করতেন তাঁরা। তাই তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, এখানে একটি সেতুর। অবশেষ ২০১৯ সালে তা আলোর মুখ দেখে। ইতিমধ্যে এটি দিয়ে লোকজনসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু করেছে। তবে গত রোববার হঠাৎ সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে ধস দেখা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজে ব্যাপক অনিয়ম ছিল। তাঁরা বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন। কিন্তু ঠিকাদার বা এলজিইডির লোকজন তাঁদের কথায় গুরুত্ব দেননি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার রামডাকুয়ায় তিস্তা নদীর ওপর নির্মিত সেই সেতুর সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে এতে সন্তুষ্ট নয় দুই পাড়ের লোকজন।
এর আগে গত মঙ্গলবার ‘সেতু উদ্বোধনের আগেই ধস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক আজকের পত্রিকায়। বিষয়টি নজরে এলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কর্তারা। পরে সেটি সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তাঁরা।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘দৈনিকটিতে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। পরে দ্রুত ঘটনাস্থলে যাই এবং সবকিছু দেখে দ্রুত সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে মেরামত করতে নির্দেশ দিই। ইতিমধ্যেসংস্কার কাজ শুরু করেছেন তাঁরা।’
এ প্রকৌশলী বলেন, ‘সংযোগ সড়কের স্লোপ যে পরিমাণ লম্বা দেওয়ার কথা ছিল, তা দিতে পারিনি আমরা। পাশের জমির মালিকেরা এতে অসহযোগিতা করেছেন। যে কারণে আজ এ অবস্থা। সংস্কার কাজ চলছে, দেখি কি হয়।
সংস্কার কাজে নিয়োজিত মিস্ত্রি মামুনুর রশীদ নিলু বলেন, ‘ধসে যাওয়া অংশটুকুই মেরামত করতে বলা হয়েছে আমাদের। এতে সংযোগ সড়কে ঝুঁকি থেকেই গেল।’
স্থানীয় প্রভাষক আশরাফুল ইসলাম খন্দকার বলেন, কাজের শুরুতেই তাঁরা ভুল করেছেন। সংযোগ সড়ক রক্ষায় দু’পাশে থাকা রক্ষী দেয়াল দুটিতে টানা দেওয়া উচিত ছিল। এখনই সেগুলো হেলে পড়েছে। আবার কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ভরা বর্ষায় তাঁরা এ সেতু ব্যবহার করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় পড়েছেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে সেতুর নির্মাণকাজ শুরু করে এলজিইডি। এ কাজের দায়িত্ব পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান পুরকৌশল প্রযুক্তি লিমিটেড। পিসি গার্ডার সেতুটি দুই পাশের সংযোগ সড়কসহ ৯৬ মিটার লম্বা। নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৪৪৪ টাকা। গত মার্চ-এপ্রিলে এর নির্মাণকাজ শেষ হলেও এখনো উদ্বোধন করা হয়নি ।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বেলকা, হরিপুর, তারাপুর ইউনিয়নসহ পাশের কুড়িগ্রামের উলিপুর ও চিলমারির প্রায় ২০ গ্রামের লোকজন চলাচল করেন তিস্তার এ শাখা নদী দিয়ে।
সেতু না থাকায় কখনো নৌকা, বাঁশের বা কাঠের সাঁকো দিয়ে চলাচল করতেন তাঁরা। তাই তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, এখানে একটি সেতুর। অবশেষ ২০১৯ সালে তা আলোর মুখ দেখে। ইতিমধ্যে এটি দিয়ে লোকজনসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু করেছে। তবে গত রোববার হঠাৎ সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে ধস দেখা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজে ব্যাপক অনিয়ম ছিল। তাঁরা বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন। কিন্তু ঠিকাদার বা এলজিইডির লোকজন তাঁদের কথায় গুরুত্ব দেননি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫