তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা থেকে ২২৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে পঞ্চগড়ের বাংলাবান্ধায় পৌঁছালেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (অনারারি) সাদেক আলী (৬৫) ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান (৩২)। তাঁরা তাঁদের ৩৮তম মিশন হিসেবে পঞ্চম দিনে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা উপজেলায় পৌঁছান। গতকাল শুক্রবার বিকেলে তাঁরা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে তাদের এই যাত্রা শেষ করেন।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী চাকরি থেকে অবসর নিয়েছেন। জীবনের বাকি সময়টা তিনি বাংলাদেশকে খুব কাছ থেকে দেখতে চান। সেই সঙ্গে পায়ে হাঁটার শারীরিক উপকারিতা নিজে পেতে এবং মানুষকে হাঁটার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছেন। এই কর্মকাণ্ডে তাঁর সফরসঙ্গী ছেলে মোস্তাফিজুর রহমান। এবার বাবা-ছেলে মিলে পায়ে হেঁটে গাইবান্ধা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত পাড়ি দিয়েছেন ২২৬ কিলোমিটার পথ। লক্ষ্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত তাঁরা দুজনই।
উল্লেখ্য, গত ৭ মার্চ বাংলাবান্ধার অভিমুখে যাত্রা করেন সাদেক আলী ও তাঁর ছেলে মোস্তাফিজুর। মাত্র পাঁচ দিনে ২২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন।
এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী বলেন, ‘আমি ও আমার ছেলে গত ১৪ ডিসেম্বর থেকে একটি বিশেষ উদ্যোগ সামনে রেখে মিশন শুরু করি। এই মিশনগুলো একের পর এক আমরা পরিচালনা করে ৩৭তম মিশনে পৌঁছাই। আর এই ৩৭তম মিশনে আমরা ১ হাজার ১৩৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছি। গত ৭ মার্চ থেকে ৩৮তম মিশন শুরু করে বাংলাবান্ধার জিরো পয়েন্টে পৌঁছাতে সক্ষম হই।’
সাদেক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, ‘আমি আর আমার বাবা মিলে একটি ভিশন শুরু করি, যার লক্ষ্যে আমরা এখন ছুটে চলেছি। এই লক্ষ্যে ছুটতে গিয়ে আমরা বর্তমানে ৩৮তম মিশনের পঞ্চম দিনে অবস্থান করছি বাংলাবান্ধায়। মূলত বাবার শরীর ঠিক রাখতে বাবার সঙ্গে এই পথচলা শুরু করেছি। সবার উদ্দেশে বলতে চাই, বাবা-ছেলের সম্পর্ক যদি বন্ধুসুলভ না হয়, তাহলে একসঙ্গে কখনো হাজার হাজার পথ পাড়ি দেওয়া যাবে না। আমি মিশনের মাধ্যমে যুবসমাজকে বলতে চাই, তারা যেন বাবা-মায়ের সঙ্গে ভালো আচরণ করে এবং বন্ধু হিসেবে পাশে থাকে।’
উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা থেকে ২২৬ কিলোমিটার পথ পায়ে হেঁটে পঞ্চগড়ের বাংলাবান্ধায় পৌঁছালেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (অনারারি) সাদেক আলী (৬৫) ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান (৩২)। তাঁরা তাঁদের ৩৮তম মিশন হিসেবে পঞ্চম দিনে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা উপজেলায় পৌঁছান। গতকাল শুক্রবার বিকেলে তাঁরা পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে তাদের এই যাত্রা শেষ করেন।
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী চাকরি থেকে অবসর নিয়েছেন। জীবনের বাকি সময়টা তিনি বাংলাদেশকে খুব কাছ থেকে দেখতে চান। সেই সঙ্গে পায়ে হাঁটার শারীরিক উপকারিতা নিজে পেতে এবং মানুষকে হাঁটার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছেন। এই কর্মকাণ্ডে তাঁর সফরসঙ্গী ছেলে মোস্তাফিজুর রহমান। এবার বাবা-ছেলে মিলে পায়ে হেঁটে গাইবান্ধা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত পাড়ি দিয়েছেন ২২৬ কিলোমিটার পথ। লক্ষ্যে পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত তাঁরা দুজনই।
উল্লেখ্য, গত ৭ মার্চ বাংলাবান্ধার অভিমুখে যাত্রা করেন সাদেক আলী ও তাঁর ছেলে মোস্তাফিজুর। মাত্র পাঁচ দিনে ২২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন।
এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী বলেন, ‘আমি ও আমার ছেলে গত ১৪ ডিসেম্বর থেকে একটি বিশেষ উদ্যোগ সামনে রেখে মিশন শুরু করি। এই মিশনগুলো একের পর এক আমরা পরিচালনা করে ৩৭তম মিশনে পৌঁছাই। আর এই ৩৭তম মিশনে আমরা ১ হাজার ১৩৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছি। গত ৭ মার্চ থেকে ৩৮তম মিশন শুরু করে বাংলাবান্ধার জিরো পয়েন্টে পৌঁছাতে সক্ষম হই।’
সাদেক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, ‘আমি আর আমার বাবা মিলে একটি ভিশন শুরু করি, যার লক্ষ্যে আমরা এখন ছুটে চলেছি। এই লক্ষ্যে ছুটতে গিয়ে আমরা বর্তমানে ৩৮তম মিশনের পঞ্চম দিনে অবস্থান করছি বাংলাবান্ধায়। মূলত বাবার শরীর ঠিক রাখতে বাবার সঙ্গে এই পথচলা শুরু করেছি। সবার উদ্দেশে বলতে চাই, বাবা-ছেলের সম্পর্ক যদি বন্ধুসুলভ না হয়, তাহলে একসঙ্গে কখনো হাজার হাজার পথ পাড়ি দেওয়া যাবে না। আমি মিশনের মাধ্যমে যুবসমাজকে বলতে চাই, তারা যেন বাবা-মায়ের সঙ্গে ভালো আচরণ করে এবং বন্ধু হিসেবে পাশে থাকে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে