গাইবান্ধা প্রতিনিধি
সারা দেশের মতো গাইবান্ধায়ও চলছে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি। আজ মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় গাইবান্ধার ট্রেনযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। কর্মসূত্রে ও পড়াশোনার জন্য যাঁরা প্রতিদিন ট্রেন দিয়ে জেলা থেকে বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করেন, তারা বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ট্রেন বন্ধের বিষয়টি আগে থেকে না জানায় স্টেশনে এসেছেন অনেকে। ট্রেন না চলায় বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
সরেজমিনে গাইবান্ধা স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন মাস্টারের কক্ষে তালা ঝুলছে। যাত্রীরা স্টেশনে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। রেলস্টেশনে মাস্টার এলেও গার্ড, ট্রেনচালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শকের (টিটিই) দেখা নেই।
মো. মুলুক মিয়া নামে এক নিয়মিত ট্রেনযাত্রী বলেন, ঈশ্বরদীর আজিমপুর হর্টিকালচারে স্টক লেবার হিসেবে কর্মরত আছেন তিনি। গতকাল লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন। আজ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে স্টেশনে এসে দেখেন ট্রেন চলাচল বন্ধ। ফলে গন্তব্যে যাওয়া নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
আরেক ট্রেনযাত্রী মাজেদুর ইসলাম বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে এসে শুনি ট্রেন বন্ধ। এখন বাসে যেতে হবে।’
বগুড়া জেলায় মেয়ে বাড়িতে যেতে ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসেছিলেন ৭০ বছরের ইলিয়াস হোসেন। ট্রেন চলাচল বন্ধ রয়েছে জানেন না তিনি। বলেন, ‘মেয়ে বাড়িতে ট্রেনে যাব। বয়সের কারণে বাস-গাড়ি সহ্য হয় না। তাই ট্রেনে করে মেয়ের বাড়ি যাতায়াত করি।’
শিক্ষার্থী রাফিয়া জ্যোতি বলেন, ‘এভাবে সব ট্রেন বন্ধ রেখে কর্মবিরতি করা ঠিক না। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে হয়। কোনো কিছু হলে ট্রেন বন্ধ রাখার কালচারটা বন্ধ করতে হবে।’
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনেছিলেন জীবন চৌধুরী শুভ নামে এক যাত্রী। ট্রেন বন্ধের কথা শুনে টিকিট ফেরত দিতে স্টেশনে এসেছেন তিনি। জানালেন, বিকল্প পথে রাতে ঢাকায় যাবেন।
স্টেশন মাস্টার আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশনে কোনো ট্রেন আসেনি। কোনো ট্রেন যায়নি। কতক্ষণ কর্মবিরতি চলবে জানা নেই। তবে কিছুক্ষণ আগে নির্দেশনা পেয়েছি, যেসব যাত্রীরা আগাম টিকিট কেটেছিলেন, তারা টিকিট দিলেই মূল্য ফেরত দেওয়া হবে।’
গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্র বলছে, গাইবান্ধা স্টেশন রুটে ১২টি ট্রেন চলাচল করে। অফিসগামী, শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার যাত্রী এ পথে যাতায়াত করেন।
সারা দেশের মতো গাইবান্ধায়ও চলছে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি। আজ মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় গাইবান্ধার ট্রেনযাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। কর্মসূত্রে ও পড়াশোনার জন্য যাঁরা প্রতিদিন ট্রেন দিয়ে জেলা থেকে বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করেন, তারা বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ট্রেন বন্ধের বিষয়টি আগে থেকে না জানায় স্টেশনে এসেছেন অনেকে। ট্রেন না চলায় বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
সরেজমিনে গাইবান্ধা স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন মাস্টারের কক্ষে তালা ঝুলছে। যাত্রীরা স্টেশনে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। রেলস্টেশনে মাস্টার এলেও গার্ড, ট্রেনচালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শকের (টিটিই) দেখা নেই।
মো. মুলুক মিয়া নামে এক নিয়মিত ট্রেনযাত্রী বলেন, ঈশ্বরদীর আজিমপুর হর্টিকালচারে স্টক লেবার হিসেবে কর্মরত আছেন তিনি। গতকাল লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন। আজ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে স্টেশনে এসে দেখেন ট্রেন চলাচল বন্ধ। ফলে গন্তব্যে যাওয়া নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
আরেক ট্রেনযাত্রী মাজেদুর ইসলাম বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য স্টেশনে এসে শুনি ট্রেন বন্ধ। এখন বাসে যেতে হবে।’
বগুড়া জেলায় মেয়ে বাড়িতে যেতে ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসেছিলেন ৭০ বছরের ইলিয়াস হোসেন। ট্রেন চলাচল বন্ধ রয়েছে জানেন না তিনি। বলেন, ‘মেয়ে বাড়িতে ট্রেনে যাব। বয়সের কারণে বাস-গাড়ি সহ্য হয় না। তাই ট্রেনে করে মেয়ের বাড়ি যাতায়াত করি।’
শিক্ষার্থী রাফিয়া জ্যোতি বলেন, ‘এভাবে সব ট্রেন বন্ধ রেখে কর্মবিরতি করা ঠিক না। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে হয়। কোনো কিছু হলে ট্রেন বন্ধ রাখার কালচারটা বন্ধ করতে হবে।’
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষা দিতে ঢাকায় যাওয়ার জন্য রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনেছিলেন জীবন চৌধুরী শুভ নামে এক যাত্রী। ট্রেন বন্ধের কথা শুনে টিকিট ফেরত দিতে স্টেশনে এসেছেন তিনি। জানালেন, বিকল্প পথে রাতে ঢাকায় যাবেন।
স্টেশন মাস্টার আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশনে কোনো ট্রেন আসেনি। কোনো ট্রেন যায়নি। কতক্ষণ কর্মবিরতি চলবে জানা নেই। তবে কিছুক্ষণ আগে নির্দেশনা পেয়েছি, যেসব যাত্রীরা আগাম টিকিট কেটেছিলেন, তারা টিকিট দিলেই মূল্য ফেরত দেওয়া হবে।’
গাইবান্ধা রেলওয়ে স্টেশন সূত্র বলছে, গাইবান্ধা স্টেশন রুটে ১২টি ট্রেন চলাচল করে। অফিসগামী, শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার যাত্রী এ পথে যাতায়াত করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে