পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীর মর্যাদার দাবিতে রানা মিয়া (২৫) নামে এক নৌ সদস্যের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টা থেকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পশ্চিম নয়নপুর গ্রামে ওই নৌ সদস্যের বাড়িতে তিনি অনশন শুরু করেন।
ওই তরুণীর বাড়ি বগুড়া সদরে। তিনি লেখাপড়ার পাশাপাশি বিউটি পারলারে কাজ করেন। আর অভিযুক্ত রানা মিয়া (২৫) উপজেলার পশ্চিম নয়নপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে কর্মরত।
স্থানীয়রা জানান, মোটা অঙ্কের আর্থিক (সাত লাখ টাকা) সুবিধা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বরে (পশ্চিম নয়নপুর) এক তরুণীকে প্রথম বিয়ে করেন রানা। এরই মধ্যে ওই পারলার কর্মীর সঙ্গে ফেসবুকে পরিচয়-সম্পর্ক হয় রানার। তাঁকেও চাকরির লোভ দেখিয়ে প্রথম স্ত্রীর কথা গোপন করে সাড়ে তিন লাখ টাকা মোহরানা নির্ধারণে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর নীলফামারীর বাসিন্দা আরেক তরুণীকে তৃতীয় বিয়ে করে ঘরসংসার করছেন রানা। সেই স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
এদিকে ২০২৪ সালে তৃতীয় স্ত্রীর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রথম স্ত্রীর দেনমোহরসহ তাঁর বাবার কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ করে বিবাহবিচ্ছেদ ঘটান রানা। সাবেক সেই স্ত্রীর বাবা এসব তথ্য নিশ্চিত করেছেন।
অনশন করা তরুণী বলেন, ফেসবুকে রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মে তাঁকে বিয়ে করেন রানা। প্রথম দিকে তাঁরা বগুড়ায় বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। পরে দূরত্ব তৈরি করতে থাকেন রানা। এর মধ্যে রানার একাধিক বিয়ের কথা জানতে পারেন তিনি।
ওই তরুণী আরও বলেন, দীর্ঘদিন ধরে তাঁর কোনো খোঁজখবর নেওয়া থেকে দূরে থাকসহ ভরণপোষণের টাকাও দিচ্ছেন না রানা। সে কারণে বগুড়া আদালতে একটি মামলাও করেছেন তিনি।
এদিকে, আজ বিকেলে স্ত্রীর দাবি নিয়ে রানার বাড়িতে গেলে তাঁর (রানা) তৃতীয় স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা তাঁকে মারধর করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। এ সময় ৯৯৯-এ কল করে সাহায্য চান ওই তরুণী।
পরে পলাশবাড়ী থানার উপরিদর্শক (এসআই) মাহফুজের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তারা তরুণীর সার্বিক বর্ণনা শোনে ও কাগজপত্র যাচাইসহ রানার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তরুণীকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার এসআই মাহফুজ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্তরা ঘরে তালা দিয়ে পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। সাহায্যপ্রার্থীকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
পরে ইউপি সদস্যসহ স্থানীয়রা বিষয়টি আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন ওই তরুণী ও তাঁর সঙ্গে আসা স্বজনেরা।
গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীর মর্যাদার দাবিতে রানা মিয়া (২৫) নামে এক নৌ সদস্যের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টা থেকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পশ্চিম নয়নপুর গ্রামে ওই নৌ সদস্যের বাড়িতে তিনি অনশন শুরু করেন।
ওই তরুণীর বাড়ি বগুড়া সদরে। তিনি লেখাপড়ার পাশাপাশি বিউটি পারলারে কাজ করেন। আর অভিযুক্ত রানা মিয়া (২৫) উপজেলার পশ্চিম নয়নপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে কর্মরত।
স্থানীয়রা জানান, মোটা অঙ্কের আর্থিক (সাত লাখ টাকা) সুবিধা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বরে (পশ্চিম নয়নপুর) এক তরুণীকে প্রথম বিয়ে করেন রানা। এরই মধ্যে ওই পারলার কর্মীর সঙ্গে ফেসবুকে পরিচয়-সম্পর্ক হয় রানার। তাঁকেও চাকরির লোভ দেখিয়ে প্রথম স্ত্রীর কথা গোপন করে সাড়ে তিন লাখ টাকা মোহরানা নির্ধারণে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর নীলফামারীর বাসিন্দা আরেক তরুণীকে তৃতীয় বিয়ে করে ঘরসংসার করছেন রানা। সেই স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
এদিকে ২০২৪ সালে তৃতীয় স্ত্রীর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রথম স্ত্রীর দেনমোহরসহ তাঁর বাবার কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ করে বিবাহবিচ্ছেদ ঘটান রানা। সাবেক সেই স্ত্রীর বাবা এসব তথ্য নিশ্চিত করেছেন।
অনশন করা তরুণী বলেন, ফেসবুকে রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মে তাঁকে বিয়ে করেন রানা। প্রথম দিকে তাঁরা বগুড়ায় বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। পরে দূরত্ব তৈরি করতে থাকেন রানা। এর মধ্যে রানার একাধিক বিয়ের কথা জানতে পারেন তিনি।
ওই তরুণী আরও বলেন, দীর্ঘদিন ধরে তাঁর কোনো খোঁজখবর নেওয়া থেকে দূরে থাকসহ ভরণপোষণের টাকাও দিচ্ছেন না রানা। সে কারণে বগুড়া আদালতে একটি মামলাও করেছেন তিনি।
এদিকে, আজ বিকেলে স্ত্রীর দাবি নিয়ে রানার বাড়িতে গেলে তাঁর (রানা) তৃতীয় স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা তাঁকে মারধর করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। এ সময় ৯৯৯-এ কল করে সাহায্য চান ওই তরুণী।
পরে পলাশবাড়ী থানার উপরিদর্শক (এসআই) মাহফুজের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তারা তরুণীর সার্বিক বর্ণনা শোনে ও কাগজপত্র যাচাইসহ রানার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তরুণীকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার এসআই মাহফুজ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্তরা ঘরে তালা দিয়ে পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। সাহায্যপ্রার্থীকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
পরে ইউপি সদস্যসহ স্থানীয়রা বিষয়টি আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিলে রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন ওই তরুণী ও তাঁর সঙ্গে আসা স্বজনেরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে