Ajker Patrika

গাইবান্ধায় অধ্যক্ষের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় অধ্যক্ষের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও সমাবেশে বক্তারা গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ কলেজে সীমানা প্রাচীর নির্মাণ করে সন্ত্রাসী ও বখাটেদের প্রবেশ নিষিদ্ধ করে গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি জানান। সেই সঙ্গে কলেজে উচ্চ হর্ন বাজিয়ে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং এহেন কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সকল শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 
 
সংগঠনটির কলেজ শাখার সভাপতি কলি রানির সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জীবন কুমার সাহা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক বাবুল আক্তার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন নর রসিদ, প্রভাষক শারমিন চৌধুরী। 

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন শিল্পী, জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, কামরুল ইসলাম, মোমিন মিয়া, মাহবুবুর রহমান মিলন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত