গাইবান্ধায় মাশরুম
আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
গাইবান্ধার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ‘অঙ্কুরেই বিনষ্ট’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে প্রথম কিস্তিতে গাইবান্ধা সদর উপজেলায় ২টি প্রদর্শনী প্রকল্পে ৭ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেয়। এই অর্থবছরে প্রকল্প দুটি স্থাপন সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হলেও এখনো ঘরের কাজই শেষ হয়নি।
প্রকল্প দুটির মধ্যে একটি গাইবান্ধা সদরের বল্লমঝড় ইউনিয়নের নারায়ণপুরে। এ মাশরুম প্রদর্শনীটি চলতি জুন মাসেও উৎপাদনে যেতে পারেনি। অপরটি বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি মৌজায়। এটি প্রকল্পের নির্বাচন ও মাশরুম চাষে উৎসাহী কৃষক নির্বাচন করেই মুখ থেমে আছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তার অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরে প্রতিটি স্পন ও মাশরুম প্রদর্শনীর জন্য ৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়নি। বরাদ্দ করা অর্থের সিংহভাগ প্রকল্প তদারককারী কর্মকর্তা-সংশ্লিষ্ট লোকজন কৌশলে মজুত করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিটি প্রদর্শনী প্রকল্পে ইনকিউবেশন কক্ষ, চাষঘর, স্টেরিলাইজেশন কাম ইনকুলেশন চেম্বার স্থাপন ছাড়াও মালামাল রক্ষণের জন্য র্যাক ও পরিবহনের জন্য ব্যাটারিচালিত ভ্যানের বিপরীতে অর্থ বরাদ্দ দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদর্শনী প্রকল্পের ব্যয় বরাদ্দের সূত্রে জানা গেছে, প্রতিটি প্রদর্শনী প্রকল্পে ইনকিউবেশন কক্ষ ও তার আনুষঙ্গিক ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা, চাষঘর ও তার আনুষঙ্গিক ব্যয় ১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা, স্টেরিলাইজেশন কাম ইনকুলেশন চেম্বারের আনুষঙ্গিক ব্যয় ৩০ হাজার টাকা, সাইনবোর্ড বাবদ ২ হাজার টাকা, মার্কেটিংয়ের ভ্যান কেনা বাবদ ৪৫ হাজার টাকা, সেটিং ও পরিবহন খরচ বাবদ ৫ হাজার টাকাসহ মোট ৭ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিনে প্রকল্প দুটিতে দেখা যায়, চুনিয়াকান্দি মৌজায় মাশরুম প্রকল্পে কয়েকটি সিমেন্টের খুঁটি দাঁড়িয়ে আছে। চাল, বেড়া—কিছুই নেই। এই মাশরুম চাষ প্রদর্শনী উদ্যোক্তা মোছা সাহিদা বেগম বলেন, ‘এখনো ঘরে ১৪টি খুঁটি ছাড়া আর কিছুই পাইনি। আশা ছিল, একজন সফল উদ্যোক্তা হব। কিন্তু এখন বেকার হয়ে পড়েছি।’
এ দিকে গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর মৌজায় স্পন ও মাশরুম চাষ প্রদর্শনী ঘুরে দেখার সময় উৎপাদক ও উদ্যোক্তা মোস্তফা কামাল বলেন, ‘প্রদর্শনী প্রকল্পটি জুন ২০২৫ অর্থবছরে স্থাপন শেষ করে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তার কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার ফলে প্রকল্প দুটির সুফল অঙ্কুরেই বিনষ্ট হয়েছে।’ এর কারণ হিসেবে উদ্যোক্তা মোস্তফা কামাল বলেন, ‘সঠিক সময়ে ইনকিউবেশন কক্ষ নির্মাণ, চাষঘর তৈরি, স্টেরিলাইজেশন কাম ইনকুলেশন চেম্বার স্থাপন না করায় সঠিক সময়ে উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি।’ তিনি আরও বলেন, ‘উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তার দায়সারা কর্তব্য পালনের কারণে প্রকল্পের কাজে নানা অনিয়ম ও বিপত্তি দেখা দিয়েছে। প্রকল্পটির প্রয়োজনীয় সরবরাহ যেমন ইনকিউবেশনের জন্য এগজস্ট ফ্যান, কুলিং প্যাড ও কনটেইনার, দুটি পিভিসি দরজা, পানির পাম্প, ত্রিপল, ছোট পানির পাম্প, পানি স্প্রেইং সিস্টেম, সরবরাহ করা হয়নি। এসব জিনিসের দাম ২ লক্ষাধিক টাকা’
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদৎ হোসেন বলেন, ‘সাংবাদিকদের ভিডিও বক্তব্য বা তথ্য দিতে ওপর থেকে নিষেধ আছে। এসব দেখার দায়িত্ব তো আপনাদের না। অযথা আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেন। নিউজ করে আজ পর্যন্ত কিছুর সমাধান হচ্ছে?’
গাইবান্ধার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ‘অঙ্কুরেই বিনষ্ট’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে প্রথম কিস্তিতে গাইবান্ধা সদর উপজেলায় ২টি প্রদর্শনী প্রকল্পে ৭ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেয়। এই অর্থবছরে প্রকল্প দুটি স্থাপন সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হলেও এখনো ঘরের কাজই শেষ হয়নি।
প্রকল্প দুটির মধ্যে একটি গাইবান্ধা সদরের বল্লমঝড় ইউনিয়নের নারায়ণপুরে। এ মাশরুম প্রদর্শনীটি চলতি জুন মাসেও উৎপাদনে যেতে পারেনি। অপরটি বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি মৌজায়। এটি প্রকল্পের নির্বাচন ও মাশরুম চাষে উৎসাহী কৃষক নির্বাচন করেই মুখ থেমে আছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তার অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরে প্রতিটি স্পন ও মাশরুম প্রদর্শনীর জন্য ৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়নি। বরাদ্দ করা অর্থের সিংহভাগ প্রকল্প তদারককারী কর্মকর্তা-সংশ্লিষ্ট লোকজন কৌশলে মজুত করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিটি প্রদর্শনী প্রকল্পে ইনকিউবেশন কক্ষ, চাষঘর, স্টেরিলাইজেশন কাম ইনকুলেশন চেম্বার স্থাপন ছাড়াও মালামাল রক্ষণের জন্য র্যাক ও পরিবহনের জন্য ব্যাটারিচালিত ভ্যানের বিপরীতে অর্থ বরাদ্দ দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রদর্শনী প্রকল্পের ব্যয় বরাদ্দের সূত্রে জানা গেছে, প্রতিটি প্রদর্শনী প্রকল্পে ইনকিউবেশন কক্ষ ও তার আনুষঙ্গিক ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা, চাষঘর ও তার আনুষঙ্গিক ব্যয় ১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা, স্টেরিলাইজেশন কাম ইনকুলেশন চেম্বারের আনুষঙ্গিক ব্যয় ৩০ হাজার টাকা, সাইনবোর্ড বাবদ ২ হাজার টাকা, মার্কেটিংয়ের ভ্যান কেনা বাবদ ৪৫ হাজার টাকা, সেটিং ও পরিবহন খরচ বাবদ ৫ হাজার টাকাসহ মোট ৭ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিনে প্রকল্প দুটিতে দেখা যায়, চুনিয়াকান্দি মৌজায় মাশরুম প্রকল্পে কয়েকটি সিমেন্টের খুঁটি দাঁড়িয়ে আছে। চাল, বেড়া—কিছুই নেই। এই মাশরুম চাষ প্রদর্শনী উদ্যোক্তা মোছা সাহিদা বেগম বলেন, ‘এখনো ঘরে ১৪টি খুঁটি ছাড়া আর কিছুই পাইনি। আশা ছিল, একজন সফল উদ্যোক্তা হব। কিন্তু এখন বেকার হয়ে পড়েছি।’
এ দিকে গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর মৌজায় স্পন ও মাশরুম চাষ প্রদর্শনী ঘুরে দেখার সময় উৎপাদক ও উদ্যোক্তা মোস্তফা কামাল বলেন, ‘প্রদর্শনী প্রকল্পটি জুন ২০২৫ অর্থবছরে স্থাপন শেষ করে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তার কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার ফলে প্রকল্প দুটির সুফল অঙ্কুরেই বিনষ্ট হয়েছে।’ এর কারণ হিসেবে উদ্যোক্তা মোস্তফা কামাল বলেন, ‘সঠিক সময়ে ইনকিউবেশন কক্ষ নির্মাণ, চাষঘর তৈরি, স্টেরিলাইজেশন কাম ইনকুলেশন চেম্বার স্থাপন না করায় সঠিক সময়ে উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি।’ তিনি আরও বলেন, ‘উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তার দায়সারা কর্তব্য পালনের কারণে প্রকল্পের কাজে নানা অনিয়ম ও বিপত্তি দেখা দিয়েছে। প্রকল্পটির প্রয়োজনীয় সরবরাহ যেমন ইনকিউবেশনের জন্য এগজস্ট ফ্যান, কুলিং প্যাড ও কনটেইনার, দুটি পিভিসি দরজা, পানির পাম্প, ত্রিপল, ছোট পানির পাম্প, পানি স্প্রেইং সিস্টেম, সরবরাহ করা হয়নি। এসব জিনিসের দাম ২ লক্ষাধিক টাকা’
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদৎ হোসেন বলেন, ‘সাংবাদিকদের ভিডিও বক্তব্য বা তথ্য দিতে ওপর থেকে নিষেধ আছে। এসব দেখার দায়িত্ব তো আপনাদের না। অযথা আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেন। নিউজ করে আজ পর্যন্ত কিছুর সমাধান হচ্ছে?’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে