ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরি প্রকল্প এলাকায় আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আদালতে মামলা হয়েছে। এ মামলায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ২২ জনের নামে ও ২০ জন অজ্ঞাত পথচারীকে আসামি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নুরুল আলম নামে এক ব্যক্তি। তিনি ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকানাধীন প্রত্যয় এন্টারপ্রাইজের ম্যানেজার।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, মামলার বাদী নুরুল আলম ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকানাধীন মেসার্স প্রত্যয় এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠান সরকারকে নিয়মিত রাজস্ব দানসহ সরকারের সকল নীতিমালা মেনে, সোনাগাজীর সোনাপুর এলাকায় ফেনী নদীতে মুহুরি প্রকল্পের এক হাজার মিটার সামনে ৮৪ একর জায়গা ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু গত ১৪ অক্টোবর একইস্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে উল্লেখিত ২২ জন আসামি ছাড়াও অন্তত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী জোরজবরদস্তি করে বালু উত্তোলন করতে থাকে। এ সময় স্থানীয়রাসহ মেসার্স প্রত্যয় এন্টারপ্রাইজের শ্রমিকেরা তাদের বাঁধা দিলে, তাঁরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়াভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের তিন লাখ টাকার ২৫ হাজার ঘনফুট বালু, ২০ টি ড্রামে থাকা ৬০০ লিটার ডিজেল, ১ লাখ ৯২ হাজার টাকা দামের ৪টি জাহাজের ১৬টি ব্যাটারি লুট করে নিয়ে। এ ছাড়া আরও ৭ লাখ টাকা মূল্যের জিনিসপত্র ভাঙচুর করে।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী বুলবুল আহম্মদ সোহাগ বলেন, ‘আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।’
এ ঘটনা বিষয়ে সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, ‘আদালত থেকে মামলার কাগজপত্র এখনো হাতে পাইনি। কাগজপত্র পেলে আমরা নির্দেশ অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেব।’
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষে বারইয়ার হাট পৌরসভার মেয়র রেজাউল করিমসহ তিনজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মেয়রের একজন সহযোগী চেয়ারম্যান মজিবুর হকসহ ১২ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশ এজাহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। চেয়ারম্যান মজিবুল হক ইতিমধ্যে উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছেন।
ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরি প্রকল্প এলাকায় আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় আদালতে মামলা হয়েছে। এ মামলায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ২২ জনের নামে ও ২০ জন অজ্ঞাত পথচারীকে আসামি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নুরুল আলম নামে এক ব্যক্তি। তিনি ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকানাধীন প্রত্যয় এন্টারপ্রাইজের ম্যানেজার।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, মামলার বাদী নুরুল আলম ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকানাধীন মেসার্স প্রত্যয় এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠান সরকারকে নিয়মিত রাজস্ব দানসহ সরকারের সকল নীতিমালা মেনে, সোনাগাজীর সোনাপুর এলাকায় ফেনী নদীতে মুহুরি প্রকল্পের এক হাজার মিটার সামনে ৮৪ একর জায়গা ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু গত ১৪ অক্টোবর একইস্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে উল্লেখিত ২২ জন আসামি ছাড়াও অন্তত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী জোরজবরদস্তি করে বালু উত্তোলন করতে থাকে। এ সময় স্থানীয়রাসহ মেসার্স প্রত্যয় এন্টারপ্রাইজের শ্রমিকেরা তাদের বাঁধা দিলে, তাঁরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়াভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের তিন লাখ টাকার ২৫ হাজার ঘনফুট বালু, ২০ টি ড্রামে থাকা ৬০০ লিটার ডিজেল, ১ লাখ ৯২ হাজার টাকা দামের ৪টি জাহাজের ১৬টি ব্যাটারি লুট করে নিয়ে। এ ছাড়া আরও ৭ লাখ টাকা মূল্যের জিনিসপত্র ভাঙচুর করে।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী বুলবুল আহম্মদ সোহাগ বলেন, ‘আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।’
এ ঘটনা বিষয়ে সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন জানান, ‘আদালত থেকে মামলার কাগজপত্র এখনো হাতে পাইনি। কাগজপত্র পেলে আমরা নির্দেশ অনুযায়ী তদন্ত প্রতিবেদন জমা দেব।’
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষে বারইয়ার হাট পৌরসভার মেয়র রেজাউল করিমসহ তিনজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মেয়রের একজন সহযোগী চেয়ারম্যান মজিবুর হকসহ ১২ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাত আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশ এজাহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে। চেয়ারম্যান মজিবুল হক ইতিমধ্যে উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫