ফেনী প্রতিনিধি
ফেনীতে সরকারি দল ও পুলিশের নাম ভাঙিয়ে কতিপয় দুষ্কৃতকারীর টোকেন বাণিজ্যের আওতায় সকল রেজিস্ট্রেশন বিহীন ও ডেট ফেল সিএনজি আটক এবং ড্যাম্পিংয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উদ্যোগে ফেনীর সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজি ও যানজট নিরসনে মত বিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল আজিম,মহাসড়ক পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের মতবিনিময় সভায় আলোচনায় উঠে আসে ফেনীতে রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার সংখ্যা ৯ হাজার ২০০। রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার সংখ্যা ১০ হাজারেরও বেশি। এসব রেজিস্ট্রেশন বিহীন ও ডেট ফেল সিএনজি অটোরিকশা দুষ্কৃতকারী ও চাঁদাবাজ এবং অসাধু পুলিশের কাছ থেকে মাসিক ৫০০ টাকা হারে বিভিন্ন স্টিকার, কার্ড নিয়ে শহরে চলছে।
ব্যবসায়ী সমিতির নামে চাঁদা নিয়ে কিছু অসাধু ব্যক্তি শহরে রাস্তায় যত্রতত্র হকার ও রিকশা ভ্যানে ক্ষুদ্র ব্যবসায়ী বসিয়েছে। পৌরসভার ইজারাদারের রিসিট দিয়ে অলিগলি লাঠি বাহিনী চাঁদা তুলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় উড়াল সেতুর নিচে বিশৃঙ্খলভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানামা ও প্রকাশ্যে চাঁদা তোলা হচ্ছে। বিআরটিসির বাস তার নির্দিষ্ট স্থানে না দাঁড়িয়ে যত্রতত্র দাঁড়িয়ে মহাসড়কে যানজট সৃষ্টি করছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ আলোচনা শেষে সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত হয় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, টোকেন বাণিজ্য বন্ধে ও ফুটপাত দখল মুক্ত করতে আগামী রোববার পর্যন্ত সময়সীমা দিয়ে মাইকিং করা। পরদিন সোমবার হতে সাঁড়াশি অভিযান চালানো হবে। ফেনী পৌরসভার ইজারাকৃত বাস ও সিএনজি স্ট্যান্ড দাউদুপুর, হাসপাতাল মোড়, মদিনা বাস স্ট্যান্ড সংশ্লিষ্ট এলাকা ছাড়া সড়কে পরিবহন চাঁদাবাজ পেলে গ্রেপ্তারর করা, মহাসড়কের মহিপাল এলাকায় রাস্তার ওপর বিআরটিসিসহ যে সকল বাস যাত্রী উঠানামা করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া ও মহিপালে টিকিটের টং ঘর উচ্ছেদ করা হবে। রেজিস্ট্রেশন বিহীন কোনো সিএনজি অটোরিকশা শহরে চলাচল করতে দেওয়া হবে না।
পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পরিবহন চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের সঙ্গে পৌরসভা বা তাঁর দলের কেউ জড়িত নয়। জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি তাঁর।
মেয়ে বলেন, মহিপাল বাস টার্মিনাল সংস্কার ও অস্থায়ীভাবে বাস কাউন্টার করে দেওয়া হবে।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন পরিবহন চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বলেন, ‘সভায় উপস্থিত সকলে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকলে ফেনীকে পরিবহন চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণ নয় বন্ধ করাই সম্ভব। পুলিশ আন্তরিকতা নিয়ে কাজ করবে।’
ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে চাহিদা অনুযায়ী রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশনের আওতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’
ফেনীতে সরকারি দল ও পুলিশের নাম ভাঙিয়ে কতিপয় দুষ্কৃতকারীর টোকেন বাণিজ্যের আওতায় সকল রেজিস্ট্রেশন বিহীন ও ডেট ফেল সিএনজি আটক এবং ড্যাম্পিংয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উদ্যোগে ফেনীর সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজি ও যানজট নিরসনে মত বিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল আজিম,মহাসড়ক পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের মতবিনিময় সভায় আলোচনায় উঠে আসে ফেনীতে রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার সংখ্যা ৯ হাজার ২০০। রেজিস্ট্রেশনকৃত সিএনজি অটোরিকশার সংখ্যা ১০ হাজারেরও বেশি। এসব রেজিস্ট্রেশন বিহীন ও ডেট ফেল সিএনজি অটোরিকশা দুষ্কৃতকারী ও চাঁদাবাজ এবং অসাধু পুলিশের কাছ থেকে মাসিক ৫০০ টাকা হারে বিভিন্ন স্টিকার, কার্ড নিয়ে শহরে চলছে।
ব্যবসায়ী সমিতির নামে চাঁদা নিয়ে কিছু অসাধু ব্যক্তি শহরে রাস্তায় যত্রতত্র হকার ও রিকশা ভ্যানে ক্ষুদ্র ব্যবসায়ী বসিয়েছে। পৌরসভার ইজারাদারের রিসিট দিয়ে অলিগলি লাঠি বাহিনী চাঁদা তুলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় উড়াল সেতুর নিচে বিশৃঙ্খলভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী উঠানামা ও প্রকাশ্যে চাঁদা তোলা হচ্ছে। বিআরটিসির বাস তার নির্দিষ্ট স্থানে না দাঁড়িয়ে যত্রতত্র দাঁড়িয়ে মহাসড়কে যানজট সৃষ্টি করছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ আলোচনা শেষে সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত হয় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি, টোকেন বাণিজ্য বন্ধে ও ফুটপাত দখল মুক্ত করতে আগামী রোববার পর্যন্ত সময়সীমা দিয়ে মাইকিং করা। পরদিন সোমবার হতে সাঁড়াশি অভিযান চালানো হবে। ফেনী পৌরসভার ইজারাকৃত বাস ও সিএনজি স্ট্যান্ড দাউদুপুর, হাসপাতাল মোড়, মদিনা বাস স্ট্যান্ড সংশ্লিষ্ট এলাকা ছাড়া সড়কে পরিবহন চাঁদাবাজ পেলে গ্রেপ্তারর করা, মহাসড়কের মহিপাল এলাকায় রাস্তার ওপর বিআরটিসিসহ যে সকল বাস যাত্রী উঠানামা করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া ও মহিপালে টিকিটের টং ঘর উচ্ছেদ করা হবে। রেজিস্ট্রেশন বিহীন কোনো সিএনজি অটোরিকশা শহরে চলাচল করতে দেওয়া হবে না।
পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, পরিবহন চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের সঙ্গে পৌরসভা বা তাঁর দলের কেউ জড়িত নয়। জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি তাঁর।
মেয়ে বলেন, মহিপাল বাস টার্মিনাল সংস্কার ও অস্থায়ীভাবে বাস কাউন্টার করে দেওয়া হবে।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন পরিবহন চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে বলেন, ‘সভায় উপস্থিত সকলে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকলে ফেনীকে পরিবহন চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণ নয় বন্ধ করাই সম্ভব। পুলিশ আন্তরিকতা নিয়ে কাজ করবে।’
ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে চাহিদা অনুযায়ী রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশনের আওতায় নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫