Ajker Patrika

ফেনীতে তমিজিয়া মসজিদের পুনর্নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

ফেনী প্রতিনিধি
ফেনীতে তমিজিয়া মসজিদের পুনর্নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

ফেনী শহরের তমিজিয়া মসজিদের পুনর্নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (মোতাওয়াল্লী) লে কর্নেল জাফর ইমাম বীরবিক্রম এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

অনুষ্ঠানে জাফর ইমাম বীর বিক্রম বলেন, ফেনী শহরের মধ্যে তমিজিয়া জামে মসজিদকে একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে গড়ে তোলা হবে। অতিসত্বর ৬ তলা বিশিষ্ট এই মসজিদের পুনর্নির্মাণকাজ শুরু হবে। 

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়নকাজে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি। 

মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, মসজিদ কমিটির সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত