ফেনী প্রতিনিধি
চুক্তির নামে দেশবিরোধী কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। শনিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তাঁরা। সমাবেশটি ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী রোডমার্চ’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা, রাখাইন করিডর খোলার উদ্যোগ এবং স্টারলিংক প্রযুক্তির কার্যক্রম—সবকিছু দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এসব ‘জাতীয় স্বার্থবিরোধী’ পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানান তাঁরা।
বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা এখন সেই আন্দোলনের আকাঙ্ক্ষার বিপরীত পথে হাঁটছে। একের পর এক সাম্রাজ্যবাদী চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার অভ্যুত্থান। তার বিপরীতমুখী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সরকার এখতিয়ারবহির্ভূতভাবে করিডর ও বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।’
তিনি আরও বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আন্দোলনের অন্যতম সংগঠক মানিক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সহযোদ্ধাদের হয়রানি বরদাশত করা হবে না।’
সমাবেশ শেষে নেতাকর্মীরা ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘চুক্তির নামে দেশ বিক্রি চলবে না’ ইত্যাদি স্লোগান দিয়ে চট্টগ্রামের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।
এর আগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা অতিক্রম করে রাত সাড়ে ৮টার দিকে ফেনীতে পৌঁছায়। সেখানকার আমেনা-সিরাজ কনভেনশন হলে ছয় শতাধিক নেতাকর্মী রাত যাপন করেন।
চুক্তির নামে দেশবিরোধী কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। শনিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তাঁরা। সমাবেশটি ‘সাম্রাজ্যবাদী আগ্রাসনবিরোধী রোডমার্চ’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা, রাখাইন করিডর খোলার উদ্যোগ এবং স্টারলিংক প্রযুক্তির কার্যক্রম—সবকিছু দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এসব ‘জাতীয় স্বার্থবিরোধী’ পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানান তাঁরা।
বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা এখন সেই আন্দোলনের আকাঙ্ক্ষার বিপরীত পথে হাঁটছে। একের পর এক সাম্রাজ্যবাদী চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হচ্ছে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার অভ্যুত্থান। তার বিপরীতমুখী কোনো পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সরকার এখতিয়ারবহির্ভূতভাবে করিডর ও বন্দর ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের জন্য বিপজ্জনক।’
তিনি আরও বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আন্দোলনের অন্যতম সংগঠক মানিক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সহযোদ্ধাদের হয়রানি বরদাশত করা হবে না।’
সমাবেশ শেষে নেতাকর্মীরা ‘বন্দর বাঁচাও, দেশ বাঁচাও’, ‘চুক্তির নামে দেশ বিক্রি চলবে না’ ইত্যাদি স্লোগান দিয়ে চট্টগ্রামের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।
এর আগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা অতিক্রম করে রাত সাড়ে ৮টার দিকে ফেনীতে পৌঁছায়। সেখানকার আমেনা-সিরাজ কনভেনশন হলে ছয় শতাধিক নেতাকর্মী রাত যাপন করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে