ফেনী প্রতিনিধি
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ঘুরে মহিপাল পাউবো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ে এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয় হাজার কোটি টাকার ফসল ও সম্পদ। দীর্ঘদিনেও টেকসই কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাঁরা বলেন, এবার প্রবাসী, ছাত্র ও সাধারণ মানুষের সমন্বয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—
১. প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ
২. সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব প্রদান
৩. মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর শাসন
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ
৫. মুছাপুর ক্লোজার ও আশপাশের বাঁধের রক্ষণাবেক্ষণ
৬. দখলমুক্ত খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
৮.২০২৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত
এ সময় আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’সহ নানা স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠক নুর নবী হাসান বলেন, ‘প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাই, আমরা মহাসড়ক অবরোধে যাব।’
আরেক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘আমাদের খালগুলো দখল হয়ে গেছে। প্রতিবছর বর্ষায় নদীর বাঁধগুলো বারবার ভেঙে পড়ে। অবিলম্বে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এবং বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানাচ্ছি।’
পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এসব দাবি বাস্তবসম্মত। সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।’
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পদযাত্রায় ফেনীর ছয় উপজেলার ভুক্তভোগী বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ঘুরে মহিপাল পাউবো কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আয়োজকদের পক্ষে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়ে এই অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্ত হয় হাজার কোটি টাকার ফসল ও সম্পদ। দীর্ঘদিনেও টেকসই কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাঁরা বলেন, এবার প্রবাসী, ছাত্র ও সাধারণ মানুষের সমন্বয়ে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।
আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে—
১. প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণ
২. সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের দায়িত্ব প্রদান
৩. মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর শাসন
৪. অবৈধ বালু উত্তোলন বন্ধ
৫. মুছাপুর ক্লোজার ও আশপাশের বাঁধের রক্ষণাবেক্ষণ
৬. দখলমুক্ত খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
৭. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ
৮.২০২৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব প্রকাশ ও ক্ষতিপূরণ নিশ্চিত
এ সময় আন্দোলনকারীরা ‘টেকসই বাঁধ চাই’, ‘পাউবোর দুর্নীতির বিচার চাই’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’সহ নানা স্লোগান দেন।
স্বেচ্ছাসেবী সংগঠক নুর নবী হাসান বলেন, ‘প্রজন্মভিত্তিক টেকসই বাঁধের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো আশ্বাস না পাই, আমরা মহাসড়ক অবরোধে যাব।’
আরেক সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘আমাদের খালগুলো দখল হয়ে গেছে। প্রতিবছর বর্ষায় নদীর বাঁধগুলো বারবার ভেঙে পড়ে। অবিলম্বে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এবং বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানাচ্ছি।’
পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এসব দাবি বাস্তবসম্মত। সরকারের উচিত অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।’
কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পদযাত্রায় ফেনীর ছয় উপজেলার ভুক্তভোগী বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে