Ajker Patrika

ফেনীতে ল্যাব না থাকায় ঝুলে আছে তিন শতাধিক নমুনা

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ৩৫
ফেনীতে ল্যাব না থাকায় ঝুলে আছে তিন শতাধিক নমুনা

ফেনী: ফেনী জেলায় ২১ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনা নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে পরীক্ষা করাতে হচ্ছে। ফলে এখন পর্যন্ত ল্যাবে তিন শতাধিক নমুনার ফল আটকে রয়েছে।

জেলায় ২০২০ সালের ১৬ এপ্রিল ছাগলনাইয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। আর ফলাফল দেরিতে পাওয়ায় রোগীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি চিকিৎসকরাও রয়েছেন বিড়ম্বনায়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ২১ হাজার ১৩২ জনের ফল পাওয়া গেছে। এদের মধ্যে ৩ হাজার ৭৩৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। জেলায় আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন সাজ্জাদ হোসেনসহ ৬৬ জন মারা গেছেন। এদিকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪৪ জন।

জেলা সিভিল সার্জন রফিক-উস-ছালেহীন বলেন, ফেনীর চারটি উপজেলায় ভারত সীমান্ত থাকলেও এখন পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্টের কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে ১৩ জন হাসপাতালে ও হোম আইসোলেশনে থেকে ২১০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত