Ajker Patrika

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২: ০১
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফেনী শহরতলির দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুতের পিলার বহনকারী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শহিদ উদ্দিন পিয়াস (৪২) নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পিয়াস ফেনী সদর উপজেলা শর্শদী ইউনিয়নের দক্ষিণ আবুপুর মোল্লা বাড়ির মাইজ উদ্দিন বেলু মেম্বারের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মীর হোসেন রাসেল জানান, বিকেল ৫টার দিকে পিয়াস বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে পল্লী বিদ্যুতের পিলার বহনকারী একটি ট্রাক্টরের পেছন দিয়ে আসছিলেন। হঠাৎ ট্রাক্টরের পেছনের অংশ খুলে যাওয়ায় পিলার বহনকারী আলাদা গাড়িটির গতি কমে যাওয়ায় পিয়াসের মোটরসাইকেল গাড়িটিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত