দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
২০১১ সালে জীবিকার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আনিসুল হক মিলন (৩০)। দীর্ঘ ১৩ বছর আফ্রিকার বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য করে দেশে নিজের পরিবারকে অনেকটা স্বাবলম্বীও করেছেন। সম্প্রতি পারিবারিকভাবে মোবাইল ফোনে বিয়ে করেন খালাতো বোন শাহেদা আক্তারকে। দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে আনবেন এমনটাই কথা ছিল। গত শনিবার বাংলাদেশে পৌঁছার কথা ছিল আনিসুল হক মিলনের। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল।
আগের দিন শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বাংলাদেশে আসার জন্য জোহানেসবার্গ বিমানবন্দরে আসার পথে সড়ক দুর্ঘটনায় চার বন্ধু ও বন্ধুর ছেলে ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় জজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিন দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে দেশে। এ সময় স্বজনদের কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আশপাশের পরিবেশ।
মিলনের ছোট ভাই সাইদুল হক রিমন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ১৩ বছর পর গত শনিবার দেশে আসার কথা ছিল তাঁর। গতকাল সন্ধ্যায় ভাইয়ের মৃত্যুর খবর আসে। পারিবারিকভাবে ১০ দিন আগে ভাইয়ের সঙ্গে খালাতো বোন শাহেদা আক্তারের বিয়ে হয়। দেশে আসার পর ১০-১৫ দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে নেবেন এমনটাই কথা ছিল।’
বড় বোন রাজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই বলেছে বোন ধৈর্য ধর, এইবার দেশে আসলে তোর ছেলেকে ব্যবসা-বাণিজ্যে অথবা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। তোকে ঘর তৈরি করে দেব। কিন্তু আমার ভাইয়ের সে আশা আল্লাহ পূরণ করল না।’
মিলনের বাবা বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে, এই কথাটা ভাবতে পারছি না। দুই মাস আগে ছেলে আফ্রিকায় নতুন ব্যবসা চালু করেছে, সে জন্য ব্র্যাক ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়ে তার কাছে পাঠাই। এখন আমি ছেলে হারিয়ে ধারদেনা হয়ে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে পরিশোধ করব এই টাকা।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মিলন দেশে আসলেই তার বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নববধূকে ঘরে তুলে নেওয়ার কথা ছিল। গতকাল সরেজমিন তার পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি। আগামী দুই-এক দিনের ভেতরে আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর সবার লাশ একসঙ্গে আসার কথা রয়েছে।’
২০১১ সালে জীবিকার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আনিসুল হক মিলন (৩০)। দীর্ঘ ১৩ বছর আফ্রিকার বিভিন্ন শহরে ব্যবসা-বাণিজ্য করে দেশে নিজের পরিবারকে অনেকটা স্বাবলম্বীও করেছেন। সম্প্রতি পারিবারিকভাবে মোবাইল ফোনে বিয়ে করেন খালাতো বোন শাহেদা আক্তারকে। দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে আনবেন এমনটাই কথা ছিল। গত শনিবার বাংলাদেশে পৌঁছার কথা ছিল আনিসুল হক মিলনের। কিন্তু তাঁর সেই স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল।
আগের দিন শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বাংলাদেশে আসার জন্য জোহানেসবার্গ বিমানবন্দরে আসার পথে সড়ক দুর্ঘটনায় চার বন্ধু ও বন্ধুর ছেলে ঘটনাস্থলে মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় জজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিন দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর আসে দেশে। এ সময় স্বজনদের কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আশপাশের পরিবেশ।
মিলনের ছোট ভাই সাইদুল হক রিমন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ১৩ বছর পর গত শনিবার দেশে আসার কথা ছিল তাঁর। গতকাল সন্ধ্যায় ভাইয়ের মৃত্যুর খবর আসে। পারিবারিকভাবে ১০ দিন আগে ভাইয়ের সঙ্গে খালাতো বোন শাহেদা আক্তারের বিয়ে হয়। দেশে আসার পর ১০-১৫ দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তুলে নেবেন এমনটাই কথা ছিল।’
বড় বোন রাজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই বলেছে বোন ধৈর্য ধর, এইবার দেশে আসলে তোর ছেলেকে ব্যবসা-বাণিজ্যে অথবা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। তোকে ঘর তৈরি করে দেব। কিন্তু আমার ভাইয়ের সে আশা আল্লাহ পূরণ করল না।’
মিলনের বাবা বাহার মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে, এই কথাটা ভাবতে পারছি না। দুই মাস আগে ছেলে আফ্রিকায় নতুন ব্যবসা চালু করেছে, সে জন্য ব্র্যাক ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়ে তার কাছে পাঠাই। এখন আমি ছেলে হারিয়ে ধারদেনা হয়ে নিঃস্ব হয়ে গেছি। কীভাবে পরিশোধ করব এই টাকা।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘মিলন দেশে আসলেই তার বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নববধূকে ঘরে তুলে নেওয়ার কথা ছিল। গতকাল সরেজমিন তার পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি। আগামী দুই-এক দিনের ভেতরে আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনীর সবার লাশ একসঙ্গে আসার কথা রয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে