ফেনী প্রতিনিধি
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
ফেনীতে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি ও পৌর কাউন্সিলর আবুল কালামকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এক বছর আট মাস পলাতক থাকার পর গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি আবুল কালাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদের আগে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েক জন মৌসুমি গরু ব্যবসায়ী ট্রাকে করে গরু নিয়ে পৌরসভার সুলতানপুরে আসেন। ওই রাতে সহযোগীদের নিয়ে ট্রাকের গরু লুট করতে যান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবুল কালাম। এতে বাঁধা দিতে আসলে শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কাউন্সিলর আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে। পরে নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুর রহীম সরকার ২০২২ সালের ৩০ জুন আদালতে তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ২৫ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে কার্যক্রম শুরু করেন।
এ দিকে গরু ব্যবসায়ী হত্যা মামলার আসামি হওয়ার পরও আবুল কালাম কাউন্সিলর পদের বহাল থাকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানতে চাইলে ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তার অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রণালয় অবহিত করেছি। মন্ত্রণালয়ের নির্দেশ পেলে তার পদটি শূন্য ঘোষণা করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে